পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেশব্যাপী ছাত্রদলের বিক্ষোভের ডাক

ডেস্ক : বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে ছাত্র বিএনপির ছাত্র বিষয়ক সংগঠনটি।

বিজ্ঞপিতে বলা হয়, বৃহস্পতিবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বির্তকিত মন্তব্যের প্রতিক্রিয়ায় করা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার নড়াইলের একটি আদালত এই পরোয়ানা জারি করে।

আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ দেশের সব জেলা শহরে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপির যুব সংগঠন যুবদল।

বিএনপিও এই গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা জানিয়েছে। দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সংবাদ সম্মেলনে বলেছেন, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দেয়া হয়েছে।

২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীতে বিএনপিপন্থি মুক্তিযোদ্ধাদের এক সম্মেলনে খালেদা জিয়া বলেছিলেন, ‘বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, এটা নিয়েও বিতর্ক আছে।’

বিএনপি চেয়ারপারসনের এমন বক্তব্যের পর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বিএনপি নেত্রীর সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। আর দেশের বিভিন্ন এলাকায় খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা হয়।

এসব ঘটনার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের শাস্তি দাবি করে আইন করার দাবি উঠে। এরই মধ্যে এই আইনের খসড়া চূড়ান্ত করেছে মন্ত্রিসভা। এতে জাতির জনকের অবমাননা বা মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত তথ্য বিকৃত করে বক্তব্য দিলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

দেশব্যাপী ছাত্রদলের বিক্ষোভের ডাক

আপডেট টাইম : ০১:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬

ডেস্ক : বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে ছাত্র বিএনপির ছাত্র বিষয়ক সংগঠনটি।

বিজ্ঞপিতে বলা হয়, বৃহস্পতিবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বির্তকিত মন্তব্যের প্রতিক্রিয়ায় করা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার নড়াইলের একটি আদালত এই পরোয়ানা জারি করে।

আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ দেশের সব জেলা শহরে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপির যুব সংগঠন যুবদল।

বিএনপিও এই গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা জানিয়েছে। দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সংবাদ সম্মেলনে বলেছেন, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দেয়া হয়েছে।

২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীতে বিএনপিপন্থি মুক্তিযোদ্ধাদের এক সম্মেলনে খালেদা জিয়া বলেছিলেন, ‘বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, এটা নিয়েও বিতর্ক আছে।’

বিএনপি চেয়ারপারসনের এমন বক্তব্যের পর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বিএনপি নেত্রীর সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। আর দেশের বিভিন্ন এলাকায় খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা হয়।

এসব ঘটনার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের শাস্তি দাবি করে আইন করার দাবি উঠে। এরই মধ্যে এই আইনের খসড়া চূড়ান্ত করেছে মন্ত্রিসভা। এতে জাতির জনকের অবমাননা বা মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত তথ্য বিকৃত করে বক্তব্য দিলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।