বাংলার খবর২৪.কম: মরণঘাতী এবোলা ভাইরাসের আক্রমণ থেকে বেঁচে যাওয়া এক রোগীর রক্ত ব্যবহার করে চিকিৎসা দেওয়া হয়েছে আরেক রোগীকে। ড. কেন্ট ব্রান্টলি নামের ওই ব্যক্তির রক্ত এবোলা ভাইরাসের ‘নিরাময় সিরাম’ হিসেবে দান করেছেন আরেক আক্রান্ত ব্যক্তির চিকিৎসায়। এক মানবাধিকার সংস্থা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানায় ফক্স নিউজ।
ড. ব্রান্টলি এবং এবোলায় আক্রান্ত আরেক আমেরিকান রিক সাকরার রক্তের গ্রুপ মিলে যাওয়ার পর এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়েছে। নেবরাস্কা মেডিক্যাল সেন্টার ফক্স নিউজকে জানায়, ৫১ বছর বয়সী সাকরার দেহে দুই ধাপে রক্ত পরিবর্তন করা হয়েছে। শুক্রবার ড. ব্রান্টলি তার রক্ত দিতে সম্মত হন।
এবোলা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে টিকে গেছে ড. ব্রান্টলির রক্তের উপাদান। তাই অন্য রোগীর দেহে একই রক্ত দেওয়া হলে তারও নিরাময় সম্ভব। তবে কোনো প্রকার অনুমোদিত ওষুধ বা নিরাময় পদ্ধতি গ্রহণ না করে এই পদ্ধতির প্রয়োগ নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন বলেও জানানো হয়।
লন্ডনের স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের পরিচালক ও এবোলা ভাইরাসের সহ-আবিষ্কারক ড. পিটার পিয়ট সংবাদ সংস্থা এপি-কে বলেন, এই পদ্ধতি খুব সহজ এবং নিশ্চিন্তে প্রয়োগ করা যায়।
এদিকে, বেঁচে যাওয়া ব্যক্তির রক্ত দেওয়ার পর সাকরার স্ত্রী ডেবি এক বিবৃতিতে জানান, তার স্বামীর উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। গতকাল শুক্রবার রক্ত পরিবর্তনের পর থেকেই তার স্বামী সুস্থ হতে শুরু করেছেন বলেও জানান তিনি।
এর আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) জানায়, এবোলার বিরুদ্ধে লড়তে নানা পরীক্ষামূলক পদ্ধতি নিয়ে গবেষণা চলতে থাকবে। ইতিমধ্যে ২০০ জন এবোলার চিকিৎসক একটি সভায় নানা ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। তারা জানান, যারা এই ভাইরাসের আক্রমণ থেকে বেঁচে যাচ্ছেন তাদের রক্ত ব্যবহার করে যদি ফল পাওয়া যায়, তবে এর দ্বারা ৫০ শতাংশ মৃত্যু কমিয়ে আনা সম্ভব।
জানা যায়, এবোলায় আক্রান্ত চারজন আমেরিকানের মধ্যে ড. ব্রান্টলি তৃতীয়জন হিসেবে চিহ্নিত হয়েছিলেন। এই ৩৩ বছর বয়সী চিকিৎসক লাইবেরিয়ার কর্মস্থলে গত জুলাইয়ে এই ভাইরাসে আক্রান্ত হন।
এর আগে অবশ্য ৫১ বছর বয়সী ন্যানইস রাইটবলকে জেডম্যাপ ওষুধ প্রয়োগ করা হয় এবং তিনিও সুস্থ হতে শুরু করেছেন।
এদিকে, এবোলায় আক্রান্ত চতুর্থ আমেরিকানকে এখনো চিহ্নিত করা হয়নি। তবে ওই ব্যক্তিও লাইবেরিয়ায় কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছে তা নিশ্চিত করেছে ডব্লিউএইচও। তার চিকিৎসাও চলছে। তবে কী পদ্ধতিতে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তাও জানা যায়নি। সূত্র : ফক্স নিউজ
শিরোনাম :
এবোলায় আক্রান্তের চিকিৎসায় ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’ পদ্ধতির সফল প্রয়োগ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ১২:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪
- ১৫৮১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ