চট্টগ্রাম : চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষে দুই পক্ষের অর্ধ শতাধিক আহত হয়েছেন; আটক করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে।
বুধবার বেলা ১১টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।
এর আগে নারী কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এশিয়ান অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজিত শ্রমিকরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করলে টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষের মধ্যে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) আবদুর রহিম, কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) নূর আহম্মদসহ অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হন।
আর পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেটে আহত হন অন্তত ৩০ জন শ্রমিক।