অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

বাধা পেরিয়ে অভাবকে জয় করে জিপিএ-৫

দুই চালা ঘরের মাঝখানে বেড়া দিয়ে দুইটি কক্ষ বানিয়ে একপাশে বাবা-মা অপরপাশে তিন বোন এক ভাই রাতে ঘুমায়। একটা লাইটের আলোয় দুই কক্ষের কাজ সারেন তারা। এক টেবিলে চার ভাই-বোন পড়াশুনা করে। এক বাল্বের আলো ভালো দেখা না গেলেও কোনো উপায় নেই। যেদিন বিদ্যুৎ থাকে না, সেদিন আলোর অভাবে ঠিকমত লেখাপড়া হয় না।

অভাবের সংসারে খাতা কেনার টাকা হলে কলম কেনার টাকা হয় না। এমন শত সমস্যার মাঝেও লেখাপড়া করে চায়না খাতুন এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ডিগ্রি কলেজছাত্রী চায়না খাতুন। এর আগে সে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। অভাব আর সাংসারিক ঝামেলার কারণে এসএসসিতে জিপিএ-৫ না পেলেও এবার সেই অধরা জিপিএ-৫ ধরা দেয় চায়না খাতুনের কাছে। উপজেলার যাদুরচর দিগলাপাড়া গ্রামের কেরামত আলী ওরফে কেরামত ঘটকের মেয়ে চায়না খাতুন। জমাজমি বলতে বাড়ির ভিটে ছাড়া আর কোনো সম্পদ নেই কেরামত ঘটকের। ঘটকালি করে যা আয় হয় তা দিয়ে চলে তাদের ৬ সদস্যের সংসার। চায়না ছাড়াও তার বোন খাদিজা খাতুন (বিএ) ও মমতাজ খাতুন উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করে।

চায়না খাতুন জাগো নিউজকে জানান, স্কুল-কলেজে বৃত্তির সুবিধা আর উপ-বৃত্তির টাকায় খরচ করেছি পরনের কাপড় আর খাতা-কলম। আমি নিজে বাড়িতে বাড়িতে শিশুদের প্রাইভেট পড়িয়ে রোজগার করেছি। আমি জানি বাবার আয় রোজগার নেই। যে টাকা আয় করে তাতে চাল কেনার টাকাও হয় না। এ অবস্থায় এখন পর্যন্ত আমার নিজের আয়ে লেখাপড়ার খরচ যুগিয়েছি। সমস্যা হলো এখন। এমনিতে মেয়ে মানুষ। বিভিন্ন স্থানে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। এজন্য ২০/৩০ হাজার টাকাও লাগবে। এতো টাকা কোথায় পাবো। এসব নিয়া চিন্তা করছি। ভাবছি আমার লেখাপড়া মনে হয় আর হবে না।

চায়না খাতুনে মা সেলিনা বেগম বলেন, ‘মাইয়াক নিয়া খুবই বিপদে পড়ছি। ওর বাপের তো কামাই নাই। কিসের ঘটকালি করে খালি মাইনসের বাইত্তে দাওয়াত খায়। মাইনসের মাইয়াক ভালামন্দ খাবার দেয়। আর আমরা মাসে একদিনও দুধা কিনা খাওয়ান হাই না। আমরা গরীব মানুষ। আমরা কি শহরের নামি-দামি প্রতিষ্ঠানে মাইয়াক পড়ান হামু ? শহরে পড়তে একগাদি ট্যাহা নাগে। আমগর ঘরে একশ’ ট্যাহাও নাই। মেলা বিয়ার সমন্ধ আইসে। কিন্তুক মাইয়া আমার কিছুতেই বিয়া বসব না। কয়, মা আমি আরো লেহাপড়া করমু।’

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

বাধা পেরিয়ে অভাবকে জয় করে জিপিএ-৫

আপডেট টাইম : ০৫:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬

দুই চালা ঘরের মাঝখানে বেড়া দিয়ে দুইটি কক্ষ বানিয়ে একপাশে বাবা-মা অপরপাশে তিন বোন এক ভাই রাতে ঘুমায়। একটা লাইটের আলোয় দুই কক্ষের কাজ সারেন তারা। এক টেবিলে চার ভাই-বোন পড়াশুনা করে। এক বাল্বের আলো ভালো দেখা না গেলেও কোনো উপায় নেই। যেদিন বিদ্যুৎ থাকে না, সেদিন আলোর অভাবে ঠিকমত লেখাপড়া হয় না।

অভাবের সংসারে খাতা কেনার টাকা হলে কলম কেনার টাকা হয় না। এমন শত সমস্যার মাঝেও লেখাপড়া করে চায়না খাতুন এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ডিগ্রি কলেজছাত্রী চায়না খাতুন। এর আগে সে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। অভাব আর সাংসারিক ঝামেলার কারণে এসএসসিতে জিপিএ-৫ না পেলেও এবার সেই অধরা জিপিএ-৫ ধরা দেয় চায়না খাতুনের কাছে। উপজেলার যাদুরচর দিগলাপাড়া গ্রামের কেরামত আলী ওরফে কেরামত ঘটকের মেয়ে চায়না খাতুন। জমাজমি বলতে বাড়ির ভিটে ছাড়া আর কোনো সম্পদ নেই কেরামত ঘটকের। ঘটকালি করে যা আয় হয় তা দিয়ে চলে তাদের ৬ সদস্যের সংসার। চায়না ছাড়াও তার বোন খাদিজা খাতুন (বিএ) ও মমতাজ খাতুন উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করে।

চায়না খাতুন জাগো নিউজকে জানান, স্কুল-কলেজে বৃত্তির সুবিধা আর উপ-বৃত্তির টাকায় খরচ করেছি পরনের কাপড় আর খাতা-কলম। আমি নিজে বাড়িতে বাড়িতে শিশুদের প্রাইভেট পড়িয়ে রোজগার করেছি। আমি জানি বাবার আয় রোজগার নেই। যে টাকা আয় করে তাতে চাল কেনার টাকাও হয় না। এ অবস্থায় এখন পর্যন্ত আমার নিজের আয়ে লেখাপড়ার খরচ যুগিয়েছি। সমস্যা হলো এখন। এমনিতে মেয়ে মানুষ। বিভিন্ন স্থানে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। এজন্য ২০/৩০ হাজার টাকাও লাগবে। এতো টাকা কোথায় পাবো। এসব নিয়া চিন্তা করছি। ভাবছি আমার লেখাপড়া মনে হয় আর হবে না।

চায়না খাতুনে মা সেলিনা বেগম বলেন, ‘মাইয়াক নিয়া খুবই বিপদে পড়ছি। ওর বাপের তো কামাই নাই। কিসের ঘটকালি করে খালি মাইনসের বাইত্তে দাওয়াত খায়। মাইনসের মাইয়াক ভালামন্দ খাবার দেয়। আর আমরা মাসে একদিনও দুধা কিনা খাওয়ান হাই না। আমরা গরীব মানুষ। আমরা কি শহরের নামি-দামি প্রতিষ্ঠানে মাইয়াক পড়ান হামু ? শহরে পড়তে একগাদি ট্যাহা নাগে। আমগর ঘরে একশ’ ট্যাহাও নাই। মেলা বিয়ার সমন্ধ আইসে। কিন্তুক মাইয়া আমার কিছুতেই বিয়া বসব না। কয়, মা আমি আরো লেহাপড়া করমু।’