অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি

বলিউডের ইতিহাসের সেরা চুম্বন দৃশ্য

হিন্দি ছবির সাহসী হওয়ার চেষ্টার শুরু সেই ১৯২৯ সালের ‘প্রপঞ্চ পাশ’ ছবির মাধ্যমে। আজ থেকে প্রায় নব্বই বছর আগে এত সাহসী চুম্বন দ়ৃশ্য আজও অবাক করে ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার অসংখ্য দর্শককে। আসুন দেখে নেওয়া যাক হিন্দি চলচ্চিত্রের ইতিহাসের একশো বছরের সেরা কিছু সাহসী চুম্বন দ়ৃশ্য যা রোমাঞ্চিত করবে আপনাকে।১. প্রপঞ্চ পাশ (১৯২৯) ছবির দৃশ্যে সীতা দেবী এবং চারু রায়।

২. কর্মা (১৯৩৩) ছবির উষ্ণ দৃশ্যে দেবিকা রানি এবং হিমাংশু রাই।

৩. ১৯৭২ সালে মুক্তি পাওয়া সিদ্ধার্থ ছবির দৃশ্যে শশি কপূর এবং সিমি গারেবাল।

৪. ১৯৭৩ সালে মুক্তি পায় রাজ কপূর পরিচালিত ছবি ববি। ছবির একটি দৃশ্যে ঋষি কপূর এবং ডিম্পল কাপাডিয়া।

৫. সত্যম শিবম সুন্দরম (১৯৭৮) ছবিতে শশি কপূর এবং জিনাত আমন।

৬. ১৯৮৫ সালে মুক্তি পাওয়া রাম তেরি গঙ্গা মইলি ছবির দৃশ্যে রাজীব কপূর এবং মন্দাকিনি।

৭. জানবাজ (১৯৮৬) ছবিতে অনিল কপূর এবং ডিম্পল কপাডিয়া।

৮. ১৯৮৮ সালে মুক্তি পাওয়া দয়াবান ছবির একটি দৃশ্যে মাধুরী দীক্ষিত এবং বিনোদ খন্না।

৯. ১৯৪২ এ লভ স্টোরি (১৯৯৪) ছবির দৃশ্যে অনিল কপূর এবং মণীষা কৈরালা।

১০. ১৯৯৬ সালে মুক্তি পায় ধর্মেশ দর্শন পরিচালিত রাজা হিন্দুস্তানী। ছবির একটি দৃশ্যে আমির খান এবং করিশ্মা কপূর।

১১. ১৯৯৬ সালে মুক্তি পাওয়া সবসে বড়া খিলাড়ি ছবির দৃশ্যে অক্ষয় কুমার এবং মমতা কুলকার্নি।

১২. ফায়ার (১৯৯৮) ছবির দৃশ্যে শাবানা আজমী এবং নন্দিতা দাস।

১৩. ১৯৪৭ আর্থ (১৯৯৮) ছবির দৃশ্যে নন্দিতা দাস এবং রাহুল খন্না।

১৪. মহারাজা (১৯৯৮) ছবির দৃশ্যে গোবিন্দা এবং মণীষা কৈরালা।

১৫. ২০০০ সালে মুক্তি পাওয়া হে রাম ছবির দৃশ্যে কমল হাসান এবং রানি মুখোপাধ্যায়।

১৬. ২০০৩-এ মুক্তি পায় পরিচালক গোবিন্দ মেননের ছবি খোয়াইশ। ছবির একটি দৃশ্যে মল্লিকা শেরাওয়াত এবং হিমাংশু মালিক।

১৭. ২০০৩ সালে মুক্তি পাওয়া জিস্‌ম ছবির দৃশ্যে বিপাশা বসু এবং জন আব্রাহাম।

১৮. ব্ল্যাক (২০০৫) ছবির দৃশ্যে অমিতাভ বচ্চন এবং রানি মুখোপাধ্যায়।

১৯. ২০০৫ সালে মুক্তি পাওয়া সালাম নমস্তে ছবির দৃশ্যে সইফ আলি খান এবং প্রীতি জিন্টা।

২০. আশিক বনায়া আপ নে (২০০৫) ছবির দৃশ্যে ইমরান হাশমি এবং তনুশ্রী দত্ত।

২১. ২০০৬ সালে মুক্তি পাওয়া ধুম ২ এর একটি দৃশ্যে ঐশ্বর্যা রাই বচ্চন এবং হৃতিক রোশন।

২২. ২০০৭ সালে মুক্তি পাওয়া জব উই মেট ছবির দৃশ্যে করিনা কপূর এবং শাহিদ কপূর।

২৩. ৩ ইডিয়ট্‌স (২০০৯) ছবির একটি দৃশ্যে আমির খান এবং করিনা কপূর।

২৪. ইসকিয়া (২০১০) ছবির একটি দৃশ্যে আরশাদ ওয়ার্সি এবং বিদ্যা বালন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ

বলিউডের ইতিহাসের সেরা চুম্বন দৃশ্য

আপডেট টাইম : ০৫:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬

হিন্দি ছবির সাহসী হওয়ার চেষ্টার শুরু সেই ১৯২৯ সালের ‘প্রপঞ্চ পাশ’ ছবির মাধ্যমে। আজ থেকে প্রায় নব্বই বছর আগে এত সাহসী চুম্বন দ়ৃশ্য আজও অবাক করে ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার অসংখ্য দর্শককে। আসুন দেখে নেওয়া যাক হিন্দি চলচ্চিত্রের ইতিহাসের একশো বছরের সেরা কিছু সাহসী চুম্বন দ়ৃশ্য যা রোমাঞ্চিত করবে আপনাকে।১. প্রপঞ্চ পাশ (১৯২৯) ছবির দৃশ্যে সীতা দেবী এবং চারু রায়।

২. কর্মা (১৯৩৩) ছবির উষ্ণ দৃশ্যে দেবিকা রানি এবং হিমাংশু রাই।

৩. ১৯৭২ সালে মুক্তি পাওয়া সিদ্ধার্থ ছবির দৃশ্যে শশি কপূর এবং সিমি গারেবাল।

৪. ১৯৭৩ সালে মুক্তি পায় রাজ কপূর পরিচালিত ছবি ববি। ছবির একটি দৃশ্যে ঋষি কপূর এবং ডিম্পল কাপাডিয়া।

৫. সত্যম শিবম সুন্দরম (১৯৭৮) ছবিতে শশি কপূর এবং জিনাত আমন।

৬. ১৯৮৫ সালে মুক্তি পাওয়া রাম তেরি গঙ্গা মইলি ছবির দৃশ্যে রাজীব কপূর এবং মন্দাকিনি।

৭. জানবাজ (১৯৮৬) ছবিতে অনিল কপূর এবং ডিম্পল কপাডিয়া।

৮. ১৯৮৮ সালে মুক্তি পাওয়া দয়াবান ছবির একটি দৃশ্যে মাধুরী দীক্ষিত এবং বিনোদ খন্না।

৯. ১৯৪২ এ লভ স্টোরি (১৯৯৪) ছবির দৃশ্যে অনিল কপূর এবং মণীষা কৈরালা।

১০. ১৯৯৬ সালে মুক্তি পায় ধর্মেশ দর্শন পরিচালিত রাজা হিন্দুস্তানী। ছবির একটি দৃশ্যে আমির খান এবং করিশ্মা কপূর।

১১. ১৯৯৬ সালে মুক্তি পাওয়া সবসে বড়া খিলাড়ি ছবির দৃশ্যে অক্ষয় কুমার এবং মমতা কুলকার্নি।

১২. ফায়ার (১৯৯৮) ছবির দৃশ্যে শাবানা আজমী এবং নন্দিতা দাস।

১৩. ১৯৪৭ আর্থ (১৯৯৮) ছবির দৃশ্যে নন্দিতা দাস এবং রাহুল খন্না।

১৪. মহারাজা (১৯৯৮) ছবির দৃশ্যে গোবিন্দা এবং মণীষা কৈরালা।

১৫. ২০০০ সালে মুক্তি পাওয়া হে রাম ছবির দৃশ্যে কমল হাসান এবং রানি মুখোপাধ্যায়।

১৬. ২০০৩-এ মুক্তি পায় পরিচালক গোবিন্দ মেননের ছবি খোয়াইশ। ছবির একটি দৃশ্যে মল্লিকা শেরাওয়াত এবং হিমাংশু মালিক।

১৭. ২০০৩ সালে মুক্তি পাওয়া জিস্‌ম ছবির দৃশ্যে বিপাশা বসু এবং জন আব্রাহাম।

১৮. ব্ল্যাক (২০০৫) ছবির দৃশ্যে অমিতাভ বচ্চন এবং রানি মুখোপাধ্যায়।

১৯. ২০০৫ সালে মুক্তি পাওয়া সালাম নমস্তে ছবির দৃশ্যে সইফ আলি খান এবং প্রীতি জিন্টা।

২০. আশিক বনায়া আপ নে (২০০৫) ছবির দৃশ্যে ইমরান হাশমি এবং তনুশ্রী দত্ত।

২১. ২০০৬ সালে মুক্তি পাওয়া ধুম ২ এর একটি দৃশ্যে ঐশ্বর্যা রাই বচ্চন এবং হৃতিক রোশন।

২২. ২০০৭ সালে মুক্তি পাওয়া জব উই মেট ছবির দৃশ্যে করিনা কপূর এবং শাহিদ কপূর।

২৩. ৩ ইডিয়ট্‌স (২০০৯) ছবির একটি দৃশ্যে আমির খান এবং করিনা কপূর।

২৪. ইসকিয়া (২০১০) ছবির একটি দৃশ্যে আরশাদ ওয়ার্সি এবং বিদ্যা বালন।