আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশে শনিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৩ তালেবান জঙ্গি নিহত হয়েছে।
আফগান সেনাবাহিনীর ২০৯ শাহিন কোর এক বিবৃতিতে জানায়, “আফগান যৌথ নিরাপত্তা বাহিনী বিমানবাহিনীর সহায়তায় কুন্দুজ প্রদেশের খান আবাদ, আলী আবাদ ও ইমাম সাহিব এলাকায় অভিযান চালিয়ে ৪৩ জঙ্গিকে হত্যা করে। আরও ১৪ জঙ্গি আহত হয়েছে। অভিযানের নাম ছিল ‘থান্ডার ফরটিন’।
গত কয়েক দিনের সংঘর্ষের পর শনিবার খান আবাদ এলাকা জঙ্গিরা দখল করে নেয়। তবে শনিবার রাতে নিরাপত্তা বাহিনী এলাকাটি পুনর্দখল করে।
বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে খান আবাদ এর ছায়া তালেবান গভর্নর ডা. হুসেন রয়েছেন।
জঙ্গিরা খান আবাদ জেলায় বেশ কয়েকটি সরকারি ভবন কিছুক্ষণের জন্য দখল করার পর বিভিন্ন নিরাপত্তা চৌকিতে আগুন ধরিয়ে দেয় এবং অফিসের বিভিন্ন সামগ্রী ও যানবাহন নিয়ে যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান