টঙ্গীর স্টেশন রোড এলাকায় প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা আক্তার ও তৌহিদ বিন হাসান এ আদালত পরিচালনা করেন।
এ সময় অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ইমিস্টেট ও নিউসওক্সা নামক ইনজেকশন ব্যবহারের দায়ে সেবা শুশ্রুসা হাসপাতালকে ৪০ হাজার টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদানের অভিযোগে ঢাকা কিংস হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা আক্তার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়। আগামী ১ মাসের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের ভুল সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান