বাংলার খবর২৪.কম,গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অপহৃত শিশু শুভ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ৯ জনের মধ্যে ২ আসামীকে ২ দিনের রিমান্ড নিয়েছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় পৌরসভার ১নং ওয়ার্ডের চাচিয়া মীরগঞ্জ গ্রামের বালাপাড়া মহল¬ার আশেক আলী মাস্টারের শিশু ছেলেশুভ মিয়াকে (৫) বাড়ির উঠান থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অপহরণকারিরা মোবাইল ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তার পিতার কাছে। মুক্তিপণ না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয় তারা। এদিকে অপহৃতের পিতা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশের পরামর্শক্রমে বুধবার ভোরে মোবাইল ফোনে অপহরণকারীদের টাকা দেয়ার কথা স্বীকার করে সুকৌশলে নিজ বাড়িতে ডেকে নেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ঘিরে ৭ জনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের তথ্য মতে সন্ধ্যায় আরো ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ দিন রাত পোনে ৯টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের বালাপাড়া মহল¬ার ঈদগাহ মাঠ সংলগ্ন দক্ষিণ দিকে বিলের কচুরি পানার নিচ থেকে অর্ধগলিত অবস্থায় অপহৃত শুভর লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত ৯ জনকে আদালতে প্রেরণ করে ২ জনকে ৭দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন থানা পুলিশ। বিজ্ঞ বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডের ২ আসামী হচ্ছে, চাচীয়া মীরগঞ্জ (বালাপাড়া) গ্রামের খোকা মিয়ার ছেলে কবির মিয়া (২৮) ও একই গ্রামের আসাদুজ্জামানের ছেলে লাবলু মিয়া (২৪)।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান