ডেস্ক : ইরাকে ৩৬ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে রোববার। ২০১৪ সালে দেশটির সেনাবাহিনীতে কর্মরত ১ হাজার ৭০০ সদস্যকে হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গিদের দন্ড কার্যকর করা হলো।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইরাকে তিকরিতের কাছে যুক্তরাষ্ট্রের সাবেক সেনাঘাঁটি ‘ক্যাম্প স্পেইচার’-এ হামলা চালিয়ে ওইসংখ্যক লোককে হত্যা করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এর আগে ইরাকের উত্তরাঞ্চলীয় বিশাল এলাকা দখল করে নিয়ে খিলাফত ঘোষণা করে তারা।
এই হত্যাকান্ডের শিকার অধিকাংশই ছিলেন আধাসামরিক শিয়া যোদ্ধা। তারা আইএসের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছিলেন। এ হত্যাকান্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ দেখা দেয়।
২০১৪ সালে এ হত্যাকান্ডের ছবি ও ভিডিও প্রকাশ করে আইএস। এক বছর পর সেখানে গণকবর খুঁজে পাওয়া যায়। আইএস হটিয়ে ইরাকি বাহিনী তিকরিত ও এর আশপাশ পুনর্দখল করার পর সেখানে গণকববের সন্ধান পাওয়া যায়।
ইরাকের ধিকার প্রদেশের গভর্নরের কার্যালয়ের মুখপাত্র বলেছেন, ‘আজ (রোববার) সকালে নাসিরিয়্যাহ কারাগারে এই ৩৬ আইএস জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে।’ উল্লেখ্য, ধাকার প্রদেশের রাজধানী নাসিরিয়্যাহ।
মৃত্যুদন্ড কার্যকর হওয়া এ ৩৬ জনের সবাই ইরাকের নাগরিক বলে মনে করা হয়। ফেব্রুয়ারি মাসে তাদের মৃত্যুদন্ড দেওয়া হয়।
আইএসের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, সেনাদের গাড়িতে তুলে যাচ্ছে জঙ্গিরা। পরে তাদের গাড়ি থেকে নামিয়ে মাথা নিচু করে বসানো হয় এবং গুলি করা হত্যা করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান