ডেস্ক : চীনের উত্তর পশ্চিমে শানজি প্রদেশে দুই মধ্য বয়স্ক নারী টানা আট ঘণ্টা তর্ক করে অজ্ঞান হয়ে গেছেন। শেষ পর্যন্ত তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে সুস্থ করার জন্য। পুরোটা সময় তারা উপোস থেকেছেন, খাবার কিংবা পানি কোনটাই স্পর্শ করেননি।
জিয়ান ভিত্তিক সংবাদ মাধ্যম চাইনিজ বিজনেস রিপোর্ট বলছে, সঙ্গত কারণে নাম গোপন করা এই দুই নারী বাকি বকেয়া মেটানো নিয়ে তর্কে লিপ্ত হন। এই দুই নারীর একজন তর্কের এক পর্যায়ে গিয়ে পুলিশকে খবর দেন ঠিকই কিন্তু পুলিশের পরামর্শ মেনে তাদেরকে ওই আদালতের শরনাপন্ন হয়ে সমস্যার মীমাংসা করতে রাজি হননি।
শেষে বিরক্ত হয়ে পুলিশ চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরই তাদের আবার ফিরে আসতে হয়। টানা আট ঘণ্টা তর্ক করে দুজনই অজ্ঞান হয়ে পড়েন এবং তারা মুখ দিয়ে ফ্যানা ভাঙতে থাকেন।
হাসপাতালে নেয়ার পর তাদের প্রাথমিক চিকিৎসা দিলে হুঁশ ফেরে দুই নারীর। এখন তারা খানিকটা সুস্থ। ডাক্তাররা ছেড়েও দেবেন খুব জলদি। তবে সেই বকেয়া টাকার কি হবে সেটার সমাধান এখনো হয়নি। তাই এ নিয়ে দুজনে যে আবারও তর্কে লিপ্ত হবেন না সে শংকা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান