বেনাপোল প্রতিনিধি : বেনাপোল ভুলোট পল্লীতে এক গৃহবধুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বেনাপোল পোর্ট খানা পুলিশ রবিবার দুপুরে নিহতের মরদের উদ্ধার করে যশোর মর্গে প্রেরন করেছে। এঘটনায় সন্দেহ ভাজন নিহতের স্বামী ও প্রেমিকাকে আটক করেছে পুলিশ। হত্যা না আত্মহত্যা এনিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সন্দেহর সৃষ্টি হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ পরিকিয়ার ঘটনায় হত্যা করা হয়েছে তাকে।
পুলিশ ওস্থানীয়রা জানান,গত ৫বছর আগে বেনাপোল নামাজ গ্রামের গোলাম হোসেনের মেয়ে লিপি খাতুনের সাথে ভুলোট গ্রামের মাযহারুল ইসলামের ছেলে মামুন হোসেন (২৮)এর বিবাহ হয়। সুখে শান্তিকে বসবাস করছিল তারা। ইতিমধ্যে মামুন বেনাপোল ভবেরবেড় গ্রামের নাহিদা খাতুনের সাথে পরকিয়ার জড়িয়ে পড়ে। অস্ত্র ও মাদক চোরাচালানীতে জড়িয়ে পড়ে তারা। রবিবার সকালে নাহিদা তার বান্ধবি লিপির বাড়ীতে গেলে বাধ সাথে লিপি। এসময় স্বামী ও নাহিদা মিলে তার উপর নির্যাতন চালায়। শ্বাসরোধ করে গলায় রসি ঝুলিয়ে দেয় তারা। আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে মামুন। পোর্ট থানানর পৃুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বলেন লাশ পোর্ট মটামের জন্য যশোর মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা জাবে হত্যা না আত্মহত্যা। তবে সন্দেহভাজক দুই জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
নিহতের বাবা গোলাম হোসেন বলেন-লিপি বান্ধবি নাহিদা ও মামুন অস্ত্র মাদক ব্যাবসার সাথে তার মেয়েকে ব্যাবহার করতে চেয়ে কয়েকদফায় ব্যার্থ হয়। লিপি চোর্চাালানি করতে অস্বিকার করায় তার উপর চলানো হয় নির্যাতন। অবশেষে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।