লাইফস্টাইল ডেস্ক।।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে এমনই কিছু ঘরোয়া টোটকা উল্লেখ করা হয়।
– দুইশ থেকে তিনশ গ্রাম পরিমাণ রিঠা, আমলকি এবং শিকাকাই পরিমাণ মতো পানিতে সারারাত ভিজিয়ে রাখতে হবে। সকালে এই পানি ফুটিয়ে ঠাণ্ডা করে ছেঁকে পানি আলাদা করে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে ব্যবহার করা যায়। মাথার ত্বক পরিষ্কার করে মৌসুমি সংক্রমণের হাত থেকে রক্ষা করবে এই মিশ্রণ।
– কেমোমাইল চা, ভিনিগার এবং লেবুর রস পানিতে মিশিয়ে ব্যবহার করলে চুল ঝরঝরে ও মসৃণ হয়।
– শুষ্ক ও রুক্ষ চুলের সমস্যায় গোলাপ জল ব্যবহার বেশ উপকারী।
– এক কাপ পাকাপেঁপে ভর্তা করে মধু ও অলিভ অয়েল মিশিয়ে চুলের জন্য মাস্ক তৈরি করে নেওয়া যেতে পারে। চুল ও চুলের গোড়ায় ভালোভাবে এই মাস্ক মাখিয়ে এক ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলতে হবে।
– চুল পড়ার সমস্যায় ক্যাস্টর অয়েলের এবং বাদাম তেলের মিশ্রণ কার্যকর। সপ্তাহে তিনবার ব্যবহারে নতুন চুল গজাতে সহায়তা করবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান