আসাদুজ্জামান বাবুল: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের মানুষ দাবি আদায়ে একটি সংলাপের জন্য অনির্দিষ্টকাল বসে থাকবে, তা মনে করবেন না।
শনিবার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এর ‘উন্নয়নের জন্য গণতন্ত্র’ শীর্ষক মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশান অডিটোরিয়ামে এ মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।
খালেদা জিয়া বলেন, আমরা এখন জনগণের কাছে যাচ্ছি। সময় বিনষ্ট হলে জনগণকে সাথে নিয়ে চাপ প্রয়োগের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
শনিবার বেলা ১১টায় খালেদা জিয়া প্রকৌশলী মহাসমাবেশে এসে উপস্থিত হন।
সমাবেশে যোগ দেয়ার আগে তিনি জিয়াউর রহমানের চিত্র প্রদর্শনি উদ্ধোধন করেন।
খালেদা জিয়ার উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রকৌশলীদের মহাসমাবেশ শুরু হয়।
এতে সভাপতিত্ব করছেন ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আক্তার হোসেন।