ডেস্ক : সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বাজার থেকে ট্রাক ভর্তি ৩০৫ বস্তা (প্রায় ১৬ মেট্রিক টন) চাল জব্দ করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে।চালগুলো জাতপুর বাজারে হামিদ চৌধুরীর রাইস প্রসেসিং মিলে আনলোড করার জন্য আনা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটির বেপরোয়া গতি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা জাতপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে পুলিশ এসে চাল ভর্তি ট্রাক জব্দ করে তালা থানায় নিয়ে যায়। এ সময় বাবু দাশ নামে ট্রাকের চালককে আটক করা হয়। বাবু কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত স্বদেশ চন্দ্র দাশের ছেলে।
খুলনার দৌলতপুরের চাল ব্যবসায়ী ডি.এম.আলাউদ্দীনের মালিকানাধিন সোনালী এন্টারপ্রাইজের ম্যানেজার শহিদুল ইসলাম এই চাল জাতপুরে নিয়ে আসে।
এদিকে চাল জব্দ হওয়ার পর ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের রাজিবুল মেম্বার পুলিশের কাছ থেকে চালসহ ট্রাক ছাড়িয়ে নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন।
এলাকাবাসী জানায়, জব্দকৃত চাল সরকারি ত্রাণ হিসেবে পাওয়া। সরকারি চাল কালো বাজারে বিক্রি সিন্ডিকেটের সদস্যরা এসব চাল কেশবপুরের বন্যাকবলিত এলাকা থেকে তালার জাতপুরে নিয়ে আসে।
ট্রাক ড্রাইভার বাবু দাশ জানায়, কেশবপুর উপজেলার পাজিয়া বাজারের বিকাশ পালের চালের দোকান থেকে এসব চাল নিয়ে আসা হয়েছে। তবে সরকারি চাল কি-না তা আমার জানা নেই।
তালা থানার অফিসার ইনর্চাজ (ওসি) সগির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত চাল থানায় এনে রাখা হয়েছে। চালগুলো ব্যক্তি মালিকানার বলে দাবি করা হচ্ছে। তবে এখনও তার স্বপক্ষে কোনো ধরনের কাগজপত্র তারা দেখাতে পারেনি। চালগুলো সরকারি ত্রাণের চাল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান