ডেস্ক : ভারতীয় টিভি সিরিয়াল ’কিরণমালা’ দেখতে গিয়ে এক মেয়েকে হারিয়েছেন তার মা। আরেক মেয়েও মৃতপ্রায়। এই নির্মম ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার চকহরিপুর গ্রামে।
শুক্রবার রাত সাড়ে ৮ টায় দরিদ্র খলিলুর রহমানের স্ত্রী বাড়ির পাশের একটি দোকানে দল বেঁধে ’কিরণমালা’ দেখতে গিয়েছিলেন। এ সময় তার দুই মেয়ে সায়মা (১০) ও ঋতুকে (৭) ঘরে আটকে রেখে যান। আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।
রাত পৌনে নয়টার দিকে হঠাৎ করে খলিলুর রহমানের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। সে সময় ঘরে ঘুমিয়ে থাকা বড় মেয়ে সায়মা টের পেয়ে জানালা দিয়ে বেরিয়ে আসতে পারলেও বেরোতে পারেনি ওর ছোট বোন ঋতু।
সায়মা বাইরে গিয়ে চিৎকার করতে থাকলেও তার মা কিরণমালা দেখতে মগ্ন ছিল। পরে খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ঋতুর ভষ্মীভুত মরদেহ উদ্ধার করে। বড় বোন সায়মার শরীরের অর্ধেকের বেশি দগ্ধ হয়েছে। তাকে প্রায় অর্ধমৃত অবস্থায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অগ্নিকান্ডে শিশুর মৃত্যুর খবর শুনে সেখানে তাৎক্ষনিকভাবে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেবেকা খান। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান