ডেস্ক : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন সদ্য বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী নিয়োগের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে প্রকল্পের মাঠ সহকারী কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে সদ্য বিলুপ্ত একটি খামার প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময় সমাবেশে বক্তারা জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে পল্লী দারিদ্র বিমোচনে ব্যাপক অবদান রাখে। গত ৩০ জুন সরকারি গেজেট অনুযায়ী প্রকল্পটি বিলুপ্ত করে ১ জুলাই থেকে প্রকল্পের সকল দায়, সম্পদ ও জনবল পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তর করা হয়। কিন্তু প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের এখন পর্যন্ত পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী নিয়োগ দেয়া হয়নি। যার কারণে প্রকল্পের প্রায় ৭ হাজার কর্মকর্তা কর্মচারিরা অনিশ্চয়তার মধ্যে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত তাদেরকে পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী নিয়োগ দেয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমন্বয়কারী পরিষদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ফিল্ড সুপারভাইজার পরিষদের সভাপতি ইকবাল হোসেন, মাঠ সহকারী কল্যাণ পরিষদের সভাপতি আবদুল আউয়াল শামীম, সাধারণ সম্পাদক শাহেদ কামাল সিদ্দিক, চট্টগ্রাম বিভাগীয় মাঠ সহকারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, মাঠ সহকারী কল্যান পরিষদের সহ-সভাপতি মীর হোসেন, মো. রাসেল প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান