১৫ আগস্টে কেক না কাটার সিদ্ধান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আরেকটি প্রতারণা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা ও খালেদা জিয়ার জন্মদিন নিয়ে ভাওতাবাজি’ শীর্ষক এক মানবন্ধনে তিনি এ মন্তব্য করেন।
হাসান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া ভুয়া জন্মদিনের তারিখ জালিয়াতের দায়ে যেমন অভিযুক্ত তেমনিভাবে জাতির সামনে প্রতারণার দায়েও অভিযুক্ত। তিনি (খালেদা) তার বক্তব্যে স্পষ্ট করেননি যে, তিনি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কারণে জন্মদিন পালন করেন নি। তাই তার হঠাৎ জন্মদিন পালন না করার সিদ্ধান্ত জাতির সামনে আরেকটি প্রতারণা।’
বিএনপি-জামায়াতের আশ্রয়-প্রশ্রয়ে জঙ্গিরা ফুঁসে উঠেছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘জঙ্গিদের মূল আশ্রয়দাতা হল (বিএনপি-জামায়াত)। তাদের পৃষ্ঠপোষকতায় সাম্প্রতিক সময়ে জঙ্গিরা সারাদেশে অরাজকতা চালাচ্ছে। তাই জঙ্গিদের নির্মূল করতে হলে বিএনপি-জামায়াতকেও বর্জন করতে হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘হাওয়া ভবনের অর্থায়নে এবং তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল।’
জঙ্গি দমনে বর্তমান সরকার ইউরোপ ও যুক্তরাষ্ট্রের চেয়েও সফল বলেও মন্তব্য করেন সাবেক এই পরিবেশ ও বনমন্ত্রী।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে মানবন্ধনে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুরর রহমান সিরাজ, স্বাধীনতা পরিষদের ঢাকা মহানগরের সভাপতি শাহাদৎ হোসেন টয়েল,আওয়ামী লীগ নেতা বাবুল শেখ প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান