মাগুরা: মাগুরায় আব্দুর রউফ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম মাহফুজা বেগম এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামের মোহন, সুরত আলী, হাসেম ও পারভেজ। এদের মধ্যে পারভেজ পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি পত্রের বরাত দিয়ে মাগুরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কামাল হোসেন জানান, পূর্ব বিরোধের জের ধরে ২০১১ সালের ১৪ জুলাই দুপুরে প্রতিপক্ষের লোকজন বরালিদহ গ্রামের আহাদ মোল্লার ছেলে আব্দুর রউফকে কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ঢাকায় নেওয়ার পথে ওই দিনগত রাতে তার মৃত্যু হয়। ঘটনার দু’দিন পর ১৬ জুলাই নিহত আব্দুর রউফের ছেলে রিপন মোল্লা আটজনকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আট আসামির নামেই আদালতে অভিযোগপত্র দেন।
সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরে এদের মধ্যে চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান