বাংলার খবর২৪.কম: পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের গণতন্ত্রের চেয়ে সাবেক জেনারেল পারভেজ মোশাররফের স্বৈরতন্ত্র ভালো ছিল বলে মন্তব্য করেছেন সরকারবিরোধী আন্দোলনের নেতা পিটিআই চেয়ারম্যান ইমরান খান।
শুক্রবার বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি বলেন, তারা যদি বিচার বিভাগের কাছ থেকেও সুবিচার না পান, তবে কোথায় পাবেন। তিনি আলোচিত সব বিষয় নিয়ে সুয়োমটো নোটিশ প্রদানের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানান।
নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে ইমরান খান ও কানাডাভিত্তিক আলেম তাহির-উল-কাদরির বিক্ষোভ আজ শনিবার ২৯তম দিবসে প্রবেশ করেছে। উভয় গ্রুপ এখনো নওয়াজের পদত্যাগের দাবিতে অনড়।
এদিকে পাকিস্তান সেনাবাহিনী আবারো বিক্ষোভের পেছনে তাদের হাত থাকার কথা অস্বীকার করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান