রাঙামাটি : রাঙামাটির লংগদু উপজেলাধীন চাইল্যাতলী এলাকায় বুনোহাতির অতর্কিত আক্রমণে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া দুরাতে হাতির আক্রমণে দুটি বাড়ির কয়েকটি বসতঘর ভেঙে চুরমার করে দেয়।
সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টায় ভাসাইন্যা আদম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইয়াসমিন (৩৫)। তার তিনটি সন্তানও রয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, কয়েক বছর আগে ইয়াসমিনের স্বামী খোরশেদ আলমকেও উম্মত্ত বুনোহাতির পাল পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলেছিলো।
এলাকার বাসিন্দা স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ আশরাফ জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় সোমবার রাতেও খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যায় ইয়াসমিনসহ পরিবারের অন্যান্য সদস্যগণ। রাত আনুমানিক সাড়ে ১০টায় তাদের বসতঘরে হামলা চালায় একদল বন্যহাতি।
এ সময় বাড়ির সকলের ঘুম ভেঙে গেলে বাড়ি থেকে সবাই বের হতে পারলেও ইয়াসমিন হাতির সামনে পড়ে যায়।
তখন হাতির আক্রমণে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। হাতির দল পুরো বসতবাড়িটি ভেঙে চুরমার করে দেয়।
এলাকাবাসী জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই একদল বন্যহাতি স্থানীয় গ্রামবাসীর বিভিন্ন বসতঘর ও বাগানে হামলা দিয়ে ভাঙচুর করাসহ বাগান ধ্বংস করছে।
এর আগে রোববারও রাতের অন্ধকারে স্থানীয় বাসিন্দা আবুল মিয়া ও ইব্রাহিম এর দুইটি বসতঘরে হামলা চালিয়েছে বন্য হাতির দল।
এ সময় ঘরের বাসিন্দারা সবাই পালিয়ে প্রাণ বাঁচালেও ঘরগুলো সম্পূর্ণ ভেঙে চুরমার করে দেয় হাতির পাল।
বর্তমানেও ১০/১২টি হাতির একটি পাল পূর্ব চাইল্যাতলী এলাকায় অবস্থান করছে। রাতের যেকোনো সময় হামলা চালাতে পারে এই আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত যাপন করছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান