ফারুক আহমেদ সুজন : নথিপত্র গায়েবের মাধ্যমে রাজস্ববাবদ সরকারের শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কিছু কর্মকর্তার বিরুদ্ধে।
এর মধ্যে পেরিয়ে গেছে ছয়টি বছর। অথচ আজও উদ্ধার হয়নি নথিপত্র। গায়েব হওয়া নথিপত্র উদ্ধারে দুর্নীতি দমন কমিশনও (দুদক) ব্যর্থতার পরিচয় দিয়েছে।
ছয় বছর পর শেষ পর্যন্ত দুদকের নির্দেশে বিআরটিএ কর্তৃপক্ষ হারিয়ে যাওয়া নথি উদ্ধারে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দুদকের একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
গায়েব হওয়া নথিপত্রের মধ্যে রয়েছে মোটরযান লাইসেন্স, মোটরযান কর, নিবন্ধীকরণ, মালিকানা বদলি, ফিটনেস সার্টিফিকেট ইস্যু ও নবায়ন, রুট পারমিট ইস্যু ও নবায়ন, মোটর ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন ও মোটর ড্রাইভিং স্কুল রেজিস্ট্রেশন, ইনস্ট্রাক্টর লাইসেন্স ইস্যু ও নবায়ন, প্রাক-রেজিস্ট্রেশন পরিদর্শন ফি বাবদ আট খাতের নথিপত্র।
বিআরটিএ’র নারায়ণগঞ্জের প্রাক্তন সহকারী পরিচালক আমিনুল হক সরকারসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিআরটিএ’র নারায়ণগঞ্জ সার্কেল অফিসের ২০০৯ এর ২৪ মে তারিখ হতে ২০১১ সালের ২৯ মার্চ পর্যন্ত সময়ে ৫২১টি নথি গায়েবকরণসহ রাজস্ব ফাঁকির অভিযোগ উঠে। অভিযোগ অনুসন্ধান শুরু করলেও অনুসন্ধান কাজ শেষ করতে পারেনি সংস্থাটি।
এ বিষয়ে দুদকের ঊর্ধ্বতন (মহাপরিচালক) এক কর্মকর্তা বলেন, ‘বিআরটিএ’র নারায়ণগঞ্জ সার্কেল অফিসে ২০০৯ এর মে মাস থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত যানবাহন শাখার রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন ফি সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ ও ৫২১টি নথি গায়েব করার অভিযোগ ছিল। বিআরটিএ’র নারায়ণগঞ্জের প্রাক্তন সহকারী পরিচালক আমিনুল হক সরকারসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ।’
তিনি আরো বলেন, ‘অভিযোগ প্রসঙ্গে দুদক থেকে একাধিক বার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু অনুসন্ধানকারীন সময়ে বিআরটিএর নারায়গঞ্জ সার্কেল ৫২১টি নথি গায়েব কিংবা চুরি বা নষ্ট হয়েছে কিনা এ বিষয়ে কোন রেকর্ডপত্র দিতে পারেনি। রেকর্ডপত্র না পাওয়ায় দুদকের অনুসন্ধানে কোন দায় নিরুপন করা সম্ভব হয়নি। এখন বিআরটিএ কর্তৃপক্ষকে নথিপত্র গায়েব হওয়ার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে দুদককে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিআরটিএ উপসচিব ড. মো. কামরুল হাসান স্বাক্ষরিত চিঠির সূত্রে আরো জানা যায়, গায়েব হওয়া নথিপত্র তলব করে দুদক একাধিক চিঠি পাওয়া গেছে। কিন্তু অনুসন্ধানকালীন বিআরটিএ’র নারায়ণগঞ্জ সার্কেল ৫২১টি নথি গায়েব কিংবা চুরি বা নষ্ট হয়েছে কিনা- এ বিষয়ে কোন রেকর্ডপত্র দিতে পারেনি। রেকর্ডপত্র না পাওয়ায় দুদকের অনুসন্ধানে কোন দায় নিরুপন করা সম্ভব হয়নি। তাই কমিশন থেকে বিআরটিএ কর্তৃক বিভাগীয়ভাবে উচ্চ পর্যায়ের টিম গঠন করে প্রকৃত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে দুদককে অবহিত করার জন্য দুদক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে বিআরটিএ থেকে উচ্চ পর্যায়ের টিম গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, বিআরটিএ’র নারায়ণগঞ্জ সার্কেল অফিসে ২০০৯ এর ২৪ মে হতে ২০১১ সালের ২৯ মার্চ পর্যন্ত সময়ে যানবাহন শাখার ৫২১টি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন ফি সরকারি কোষাগারে জমা না করে আত্মসাৎ করার অভিযোগ ছিল। এছাড়া ঢাকা জোনের নথিপত্রসহ কয়েক হাজার নথি গায়েবের অভিযোগ ছিল। ২০১১ সালে উত্থাপিত এই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে দুদক। প্রাথমিকভাবে দুদকের তৎকালীন উপপরিচালক আবদুল আজিজ ভূঁইয়ার নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। কিন্তু দীর্ঘ অনুসন্ধানেও উদ্ধার হয়নি হারিয়ে যাওয়া নথিপত্র। এর মধ্যে বেশ কয়েকবার অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত নথিপত্র গায়েবের জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে সাজা দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে দুদকের পক্ষ থেকে।