গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিষধর সাপের কামড়ে মোঃ আনিছুর রহমান জোয়দার (৪৫) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও নেওয়ার পথে বৃহস্পতিবার রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
আনিছুর রহমান সাঘাটা ইউনিয়নের ইটাকুড়ি গ্রামের মৃত আবদুল লতিফ জোয়াদারের ছেলে। তিনি ইটাকুড়ি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি সাঘাটা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য।
স্থানীয়রা জানান, আনিছুর রহমান বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাট ভরতখালি বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে মোটরসাইকেলে উঠেন। মোটরসাইকেলে থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও নেওয়ার পথে মারা যান তিনি।
সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মোশারফ হোসেন সুইট বিষয়টি নিশ্চিত করে জানান, বাদ জুম্মা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।