ইসমাঈল হোসেন টিটু ঃ হারবাল ওষুধের কালো থাকা সর্বনাশ সাধারণ মানুষ, অনিয়মিত ও দূনীতি উৎপাদন এই ইউনানী আয়ুর্বেদীক ওষুধ। পাড়া মহল্লায়, শহর গ্রাম হাত বাড়ালেই কাছে থাকা পাওয়া যাচ্ছে এসব ঔষুধ। একজন মানুষ অসুস্থ হয়ে যখন ফার্মাসিতে ছুটে যায় তখন সুযোগ বুঝে বেশি মুনাফা পাওয়ার জন্য এই ঔষুধ বিক্রি করে দেন। একাধিক মালিকের কাছে জানতে চাইলে কতটুকু জানের এই ঔষুধ সম্পর্কে, তাদের ও জানা নেই বলে জানান সেল্সম্যানরা আমাদের কে যে ভাবে নির্দেশ দেন এবং ঔষুধের গায়ে যে নিয়মাবলী দেওয়া আছে আমরা সে নিয়মেই বিক্রি করে থাকি তা আমাদের জানার প্রয়োজন হয় না। এবটি মাল্টি ভিটামিন ইউনানী হারবাল সিরাপ বিক্রয় এর যে মূল্য দেওয়া আছে সে অনুযায়ী বিক্রি করলে আমাদের লাভ হয় ৬০% এতে বোঝা যাচ্ছে কি ব্যবহার করা হচ্ছে এ সব ঔষুধের ভিতরে। উপকারের নামে কি ক্ষতি হচ্ছে ? ধোকাবজী হারবাল কোম্পানীর মালিক কোটি পতি বনে যায় জনস্বার্থ বিরোধী কর্মকান্ড নিয়ে প্রত্রিকায় লেখালেখি পর ভেজাল বিরোধী অভিযানে পরিদর্শন করেন। নাটকীয় এই সব অভিযানের নামে কি হচ্ছে ভূক্তভোগী কোম্পানীর মালিক ছাড়া আর কেউ যানে না। র্যাপিড একশান ব্যাটেলিয়ান (র্যাব) মাঠ পর্যায়ে তদারকী করে অসংখ্য নকল ভেজাল ঔষুধ জবÍ, ব্যবসায়ী গ্রেফতার করে জেল জরীমানা সহ কারখানা ষিল গাল করে সারা দেশে প্রসংশিত হয়েছে এই বাহিনী। অনুসন্ধানী প্রতিবেদনে একাধীক সূত্রে জানা যায় যে সব এলাকায় ফ্যাকটেরী ও কারখানা অবস্থিত সেখানকার স্থানীয় ক্ষমতাধর ব্যাক্তি বর্গ ও প্রশাসনীক কর্মকর্তাকে হাত করে হকার ও ক্যানভাসার হয়ে যায় ঔষধ কোম্পানীর মালিক। ড্রাগ কর্মকর্তাকে প্রতি মাসে মাসোহারা দিয়ে থাকেন একাধীক ব্যাক্তি বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। প্রচলিত ইউনানী ফরমূলা তোয়াক্কা না করে প্যারাকটিন, ডেকসাম্যাথসন, সিনাফিন সাইট্রেড, বায়গ্রা, সিএমসি, রং, ঘন চিনি, বিষাক্ত জিনসেন, সাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর। দেখা যায় হাতে গনা কয়েকটি আছে তাও কোন রকম। দেশে প্রায় ১-২০০ টির ও কোম্পানী রয়েছে ইউনানী ও হারবাল উৎপাদন কারখানা জানা যায়। শহরে কবীরাজ নাম ধারী টিভি ও পত্রিকাতে নানাবিধ চটকারী বিজ্ঞাপন এর মধ্যে সাধারন মানুষকে ভূল বুঝিয়ে চিকিৎসা সেবার নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। অলিতে গলিতে নামি দামী ফø্যাটে চেম্বার দিয়ে মন গড়া কাল্পনীক মারাত্বক যৌনরোগ, কিডনী ক্যান্সার, এইচ আই ভি ভাইরাস ও অশলীন ভাষা ব্যবহার করা ভূয়া ডিগ্রি ভুল-ভাল, হাই-ফাই পদবী ব্যবহার করে অসহায় মানুষকে আকৃষ্ট করে। এদের বেশির ভাগ ই নিন্ম আয়ের মানুষ। প্রচারনা ও প্রতারনার শিকার হয়ে অনেকে বলছে, দেশে হারবাল আয়ুর্বেদী ধোকাবাজী ফটকাবাজীর মহা উৎসব। যাত্রাবাড়ী, শনি আখরা, ডেমরা, মুগদা, চিটাগাংরোড, কেরানীগঞ্জসহ একাধীক কারখানা অস্াস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে এই সব হারবাল ঔষুধের নামে বিষ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্যামিষ্ট জানিয়েছে বিগো ফার্মাসিটিক্যাল আয়ুর্বেদী সরকারী নিয়ম নিতি অনুযায়ী লাইসেন্স নিয়ে ৩০-৪০ টির ও বেশি ঔষুধ বাজারজাতক করেন। ইউনানী হারবাল গাছপালা দিয়ে তৈরীর নিয়ম থাকার কথা কিন্ত সেখানে অভিযোগ উঠেছে ভিন্ন কিছু। জিনসিন সিরাপ তৈরী করা হয় সিলডেনাফিল সাইট্রিড ও ঘন চিনি দিয়ে যা লিভার, কিডনী ও সেক্স ডেমেজ এ মারাত্বক ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করার নিয়ম নেই। বিপেইল ক্যাপসুল গাছপাল দিয়ে তৈরীর নিয়ম কিন্ত সেখানে ব্যবহার করা হয়েছে ডাইক্লফেনাক সোডিয়াম, আমলকী+ গাছপাল দিয়ে তৈরী করার কথা থাকলেও কিন্ত সেখানেও ব্যবহার করা হয়েছে ডেক্সম্যাথাসন। ভিগোরা ক্যাপসুল তৈরীতে ব্যবহার করা হয়েছে সিলডেনাফিল সাইট্রেড, ভাইটাম সিরাপ তৈরী হয়েছে সিএমসি ও রং দিয়ে। কি আছে এই সব ঔষুধের ভেতরে একমাত্র তারাই ভালো জানে। এইসব কোম্পানীর কারখানার পরিবেশ ছারপত্র দক্ষ জনবল, মান নিয়ন্ত্রন ব্যবস্থা, অভিজ্ঞ হাকীম, ক্যামিষ্ট ছাড়াই নোংড়া ও অসাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে নামে/বেনামে ঔষুধ। নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। এই বিষয়ে বিগো ফার্মাসিটিক্যাল এর মালিক সওকত টিপুর সাথে তার মুঠো ফোনে জানতে চাইলে সে অন্য পথ অবলম্বন করার চেষ্টা করেন এবং ড্রাগ এর একাধীক কর্মকর্তার নাম উল্লেখ্য করে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন আরও বলেন ঔষুধ প্রশাসনের কর্মকর্তার অনুমোতি নিয়ে আমরা এইসব ঔষুধ তৈরী করছি। ইউনানী আয়ুর্বেদীক হুমিয়পেথী ও হারবাল ঔষুধ মান নিয়ন্ত্রনে বাজারজাত করন সুষ্ট ও কার্যকর করতে ৬ জন কর্মকর্তার সমন্বয়ে সেল গঠন করা হয়েছে। সাস্থ্য বিশেষজ্ঞদের মতে এইসব ঔষুধ পরীক্ষ-নিরিক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থ্যা নিবেন তারা মনে করেন। এই বিষয়ে স্থানীয় প্রশাসন, ড্রাগ কর্মকর্ত এখনি যদি কোন পদক্ষেপ না নেয় তারা তো আরও বেপরোয়া হয়ে উঠবে যা সাদারন মানুষের জন্য খুবই হুমকী স্বরুপ।
শিরোনাম :
হারবাল ফটকাবাজী, উৎপাদনে দূর্নীতি
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ১১:২৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬
- ২৪৭১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ