ডেস্ক : পর্যটন স্পটগুলোতে ধারাবাহিক বোমা হামলায় চার জন নিহত হওয়ার পর পর্যটকদের সতর্ক করেছে থাইল্যান্ড। তাদেরকে পূর্বেই সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে খোলা স্থানগুলো এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। এতে বলা হয়েছে, এরই মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে সরকারি অফিস, পুলিশ স্টেশন ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোকে টার্গেটে পরিণত করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এসব স্থাপনায় বোমা হামলা চালানো হয়। এতে নিহত হন চার জন।
১১ বিদেশী পর্যটক সহ আহত হয়েছেন বেশ কিছু মানুষ। এ হামলার দায় স্বীকার করে নি কেউ। গত সপ্তাহে দেশটিতে নতুন সংবিধান পাসের পর এটাই প্রথম কোন বড় ধরনের হামলা। দেশটির পর্যটন শিল্পকে ক্ষতিগ্রস্ত করার জন্য সর্বশেষ এ হামলা চালানো হয়েছে বলে মনে হয়। কারণ, থাই সরকারের আয়ের বড় একটি অংশ আসে এ খাত থেকে। ফুকেট দ্বীপের পাতোং সমুদ্র সৈকতে একটি ছোট আকারের বোমা বিস্ফোরিত হয়। বাকি চারটি হামলা হয় সমুদ্র উপকূলে হুয়া হিন সৈকতে।
এতে ওই এলাকার রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। পুলিশ বলেছে, বোমা হামলা চালানো হয়েছে ট্রাং এবং সুরাত থানি এলাকা সহ ৬টি মার্কেট এলাকায়। উল্লেখ্য, ২০১৪ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রা সরকারের পতন ঘটে। তারপর থেকে দেশটির অর্থনীতিতে বেশ বড় একটি আঘাত এসেছে। কিন্তু সেখানে পর্যটন খাত দিনকে দিন উজ্জল হচ্ছে। ক্রমাগত বাড়ছে বিদেশী পর্যটকের ভিড়। বৃহস্পতিবার ও শুক্রবারের হামলার পর থাইল্যান্ডে বৃটিশ দূতাবাস তাদের ভ্রমণ সতর্কতা আপডেট করেছে। যারা সেখানে ছুটি কাটাতে গিয়েছেন তাদেরকে কঠোরভাবে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।
হামলার পর শুক্রবার টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী ও সাবেক সেনা প্রধান প্রায়ুথ চান ওচা বলেছেন, এ হামলা সব থাই নাগরিককের হৃদয়ে আঘাত করেছে। কে এ হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি পরিষ্কার নন। তবে বলেন, সরকার তাদেরকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করবে। পুলিশ শুরুতেই বলেছে, তারা সব দিক থেকে তদন্ত করে দেখছে। তবে এ হামলার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি গ্রুপগুলোর সম্পর্ক থাকার কথা তারা অস্বীকার করেছে।