অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

মেসি ছাড়াই আর্জেন্টিনা দল ঘোষণা

ডেস্ক : টানা তিন বছর তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেও কেন শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা? প্রশ্নটার সবচেয়ে সংক্ষিপ্ত উত্তর: গঞ্জালো হিগুয়েইন।

ফাইনাল হলেই কী যে হয়ে যায় এই স্ট্রাইকারের। আর তাই যতই জুভেন্টাস তাকে রেকর্ড দামে কিনুন, আর্জেন্টিনা দলে জায়গা হারালেন হিগুয়েইন।

বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হচ্ছে আগামী মাসে। তারই দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা। আগের দিন জাতীয় দলে ফেরার ঘোষণা দেওয়া লিওনেল মেসিও আছেন এই দলে।

বাছাইপর্বে আর্জেন্টিনার পরের দুটি ম্যাচ উরুগুয়ে আর ভেনেজুয়েলার সঙ্গে। আগামী ১ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ম্যাচ দুটিই বাউজার প্রথম দুই মিশন। এর আগে অবশ্য আরেক মিশনে সফল তিনি।

মেসিকে বুঝিয়ে আবারও জাতীয় দলে ফিরতে রাজি করিয়েছেন। মেসি বলেছেন, এমনিতেই আর্জেন্টিনার ফুটবল নানামুখী সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। তিনি অবসর নিয়ে সেই সংকট আরও বাড়াতে চান না।

দেশের প্রতি ভালোবাসাই আবারও লড়াই করতে উদ্বুদ্ধ করেছে আর্জেন্টিনা অধিনায়ককে। মিশন অসমাপ্ত রেখে যানই–বা কীভাবে!

এদিকে কদিন আগে ইতালিয়ান ফুটবল ও স্ট্রাইকারদের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড গড়ে জুভেন্টাসে যোগ দেওয়া হিগুয়েনকে ছাড়াই হয়তো ভবিষ্যতের ছক কষছেন বাউজা। টানা তিনটি ফাইনালেই হিগুয়েইন দৃষ্টিকটু মিস করেছেন।

যেগুলো ঠিকমতো কাজে লাগাতে পারলে একটি শিরোপার জন্য এমন বুভুক্ষু হাহাকারে পুড়তে হতো না আর্জেন্টিনাকে। যেকোনো টুর্নামেন্টের নকআউট পর্বে হিগুয়েইনের মানসিক চাপ নেওয়ার ক্ষমতা নিয়েও প্রশ্ন আছে।

এমন নয় চিরতরে দরজা বন্ধ হয়ে গেল। তবে হিগুয়েইনের বদলে রিভার প্লেটের লুকাস আলারিও আর অ্যাটলেটিকো মিনেইরোর লুকাস প্রাত্তোকে সুযোগ দেওয়া বেশি জরুরি মনে করেছেন বাউজা।

হিগুয়েইনের নতুন ক্লাব সতীর্থ পাওলো দিবালা অবশ্য দলে ফিরেছেন। ফিরেছেন অ্যাঙ্গেল কোরেয়াও। মাসচেরানোও আছেন দলে।

আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: রোমেরো, আন্দুজার, গুজমান।

ডিফেন্ডার: রনকাগলিয়া, মুসাচ্চিও, ফিউনেস মরি, এম্মানুয়েল মাস, মার্কোস রোহো, ডেমিচেলিস, জাবালেতা, মার্কাদো, ওটামেন্ডি।

মিডফিল্ডার: ক্রানেভিতার, মাসচেরানো, বিলিয়া, অগুস্তো ফার্নান্দেজ, বানেগা, পাস্তোরে, লামেলা, গাইতান, ডি মারিয়া।

ফরোয়ার্ড: মেসি, কোরেয়া, প্রাত্তো, আগুয়েরো, ডিবালা, আলারিও।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

মেসি ছাড়াই আর্জেন্টিনা দল ঘোষণা

আপডেট টাইম : ১১:১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬

ডেস্ক : টানা তিন বছর তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেও কেন শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা? প্রশ্নটার সবচেয়ে সংক্ষিপ্ত উত্তর: গঞ্জালো হিগুয়েইন।

ফাইনাল হলেই কী যে হয়ে যায় এই স্ট্রাইকারের। আর তাই যতই জুভেন্টাস তাকে রেকর্ড দামে কিনুন, আর্জেন্টিনা দলে জায়গা হারালেন হিগুয়েইন।

বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হচ্ছে আগামী মাসে। তারই দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা। আগের দিন জাতীয় দলে ফেরার ঘোষণা দেওয়া লিওনেল মেসিও আছেন এই দলে।

বাছাইপর্বে আর্জেন্টিনার পরের দুটি ম্যাচ উরুগুয়ে আর ভেনেজুয়েলার সঙ্গে। আগামী ১ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ম্যাচ দুটিই বাউজার প্রথম দুই মিশন। এর আগে অবশ্য আরেক মিশনে সফল তিনি।

মেসিকে বুঝিয়ে আবারও জাতীয় দলে ফিরতে রাজি করিয়েছেন। মেসি বলেছেন, এমনিতেই আর্জেন্টিনার ফুটবল নানামুখী সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। তিনি অবসর নিয়ে সেই সংকট আরও বাড়াতে চান না।

দেশের প্রতি ভালোবাসাই আবারও লড়াই করতে উদ্বুদ্ধ করেছে আর্জেন্টিনা অধিনায়ককে। মিশন অসমাপ্ত রেখে যানই–বা কীভাবে!

এদিকে কদিন আগে ইতালিয়ান ফুটবল ও স্ট্রাইকারদের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড গড়ে জুভেন্টাসে যোগ দেওয়া হিগুয়েনকে ছাড়াই হয়তো ভবিষ্যতের ছক কষছেন বাউজা। টানা তিনটি ফাইনালেই হিগুয়েইন দৃষ্টিকটু মিস করেছেন।

যেগুলো ঠিকমতো কাজে লাগাতে পারলে একটি শিরোপার জন্য এমন বুভুক্ষু হাহাকারে পুড়তে হতো না আর্জেন্টিনাকে। যেকোনো টুর্নামেন্টের নকআউট পর্বে হিগুয়েইনের মানসিক চাপ নেওয়ার ক্ষমতা নিয়েও প্রশ্ন আছে।

এমন নয় চিরতরে দরজা বন্ধ হয়ে গেল। তবে হিগুয়েইনের বদলে রিভার প্লেটের লুকাস আলারিও আর অ্যাটলেটিকো মিনেইরোর লুকাস প্রাত্তোকে সুযোগ দেওয়া বেশি জরুরি মনে করেছেন বাউজা।

হিগুয়েইনের নতুন ক্লাব সতীর্থ পাওলো দিবালা অবশ্য দলে ফিরেছেন। ফিরেছেন অ্যাঙ্গেল কোরেয়াও। মাসচেরানোও আছেন দলে।

আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: রোমেরো, আন্দুজার, গুজমান।

ডিফেন্ডার: রনকাগলিয়া, মুসাচ্চিও, ফিউনেস মরি, এম্মানুয়েল মাস, মার্কোস রোহো, ডেমিচেলিস, জাবালেতা, মার্কাদো, ওটামেন্ডি।

মিডফিল্ডার: ক্রানেভিতার, মাসচেরানো, বিলিয়া, অগুস্তো ফার্নান্দেজ, বানেগা, পাস্তোরে, লামেলা, গাইতান, ডি মারিয়া।

ফরোয়ার্ড: মেসি, কোরেয়া, প্রাত্তো, আগুয়েরো, ডিবালা, আলারিও।