বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারের কার্যকরি পদক্ষেপের ফলে দেশে বেকারের সংখ্যা কমছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস। বিবিএস জানায়, ২০১৫ সালের হিসাব অনুযায়ি দেশে কর্মক্ষম ২৬ লাখ ৩০ হাজার মানুষ বেকার। এর মধ্যে পুরুষ ১৪ লাখ, নারী ১২ লাখ ৩০ হাজার। যা মোট শ্রমশক্তির সাড়ে ৪ শতাংশ । তবে গত কয়েক মাসের জরিপে দেখা গেছে এ সংখ্যা অনেক কমতে শুরু করেছে, যার ফলে জিডিপির লক্ষ্য আর্জন আরও সহজ হবে।
সুফল মিলছে পরিকল্পিত অর্থনীতিরও। কৃষিনির্ভরতা থেকে বেরিয়ে আসছে দেশের শ্রমশক্তি। ২০১০ সালের তুলনায় ২০১৬ সালে বেকারের সংখ্যা অনেক কমে এসেছে। দেশ-বিদেশে কর্মসংস্থান বেড়ে যাওয়ায় বেকারের সংখ্যা আগামী ৫ বছরে অনেক কমে আসবে।
তবে বেকারের সংখ্যা না বাড়লেও শ্রমশক্তির বাইরে থাকা মানুষের সংখ্যা অনেক বেশি। বর্তমানে সাড়ে চার কোটি মানুষ শ্রমশক্তির বাইরে অবস্থান করছে। এর অধিকাংশই নারী। এ ছাড়া শিক্ষার্থী এবং পরিবারের কাজে সহায়তাকারী রয়েছে।
বর্তমানে প্রায় ৩ কোটি ৬১ লাখ নারী শ্রমশক্তির বাইরে। ২০১০ সালে এ সংখ্যা ছিল ৩ কোটি ৫ লাখ। অর দেশে বেকারের সংখ্যা কমলেও উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা তেমন কমছেনা, অপরিবর্তিতরয়েছে। সরকারের নতুন উদ্যোগের ফলে আগামীতে শিক্ষিত বেকারের সংখ্যাও কমানো সম্ভব হবে বলে মনে করে বিবিএস।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান