ডেস্ক : বিমানে চড়তে হলে সঙ্গে মদ নেওয়া যাবে না। এই কথা শোনার পর এক চীনা নারী অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন। সঙ্গে থাকা মদের পুরো বোতলটিই তিনি বিমানবন্দরে বসে সাবাড় করলেন।
চীনের বেইজিংয়ে অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে। সেখানকার বিমানবন্দরে এমন ঘটনা ঘটিয়ে কিছুক্ষণ পরই নেশায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। যদিও সেই অবস্থাতেই বিমানে চড়তে নাছোড়বান্দা ছিলেন তিনি। তবে মাতাল অবস্থায় তাকে বিমানে চড়তে দেননি নিরাপত্তাকর্মীরা।
ওই চীনা নারীর নাম ঝাও। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওই মদের বোতলটি কিনেছিলেন তিনি। বেইজিং হয়ে বিমানে ওয়েনঝাও যাওয়ার কথা ছিল তার। তবে নিরাপত্তাকর্মীরা মদের বোতল নিয়ে আপত্তি করাতেই তা ফেলে না দিয়ে খেয়ে ফেলেন ঝাও।
বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, নেশার ঘোরে কিছুক্ষণ চেঁচামেচি করার পর বেহুশ হয়ে যান ঝাও। প্রায় সাত ঘণ্টা পর তার ঘুম ভাঙে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা গিয়ে মাতাল ঝাওকে বাড়ি নিয়ে যান। ঘুম ভেঙে অবশ্য বিমানবন্দরের কর্মীদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ঝাও।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান