ফেনী: বাংলাদেশে অবৈধ প্রবেশের সময় ফেনীর পরশুরাম সীমান্ত থেকে তিন নাইজেরিয়ার নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে কাউতলী সংলগ্ন মুহুরী নদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে মুহুরী নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় নাইজেরিয়ার নাগরিক ডামিয়ান নাওয়াডুজে (৩৫), ভিক্টর (৩৩) ও আসটেনটাইন ইকতেপাকুকে(৪২) এলাকাবাসীর সহায়তায় পরশুরাম থানার এএসআই শফিকুর রহমান গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে তিনটি পাসপোর্ট জব্দ করা হয়।
এর আগে গত ৩ আগস্ট বিলোনিয়া সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ওবাউননি আইডু আবুদীনে (২৯) নামে এক নাইজেরিয়ার নাগরিককে গ্রেপ্তার করেছিল বিজিবি।
পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, অবৈধভাবে প্রবেশের অভিযোগে তিন নাইজেরিয়ার নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান