বাংলার খবর২৪.কম ডেস্ক : সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুককে অভিনব এক উপহার দিতে যাচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফটের কাছ থেকে উইন্ডোজ লাইভ মেসেঞ্জারের টুইটার অ্যাকাউন্টটি (মেসেঞ্জার) উপহার পাচ্ছে ফেসবুক। ৩০ সেপ্টেম্বরের পর এই অ্যাকাউন্টটি ফেসবুকের অধীনে চলে যাবে। মাইক্রোসফটের এক টুইটে এ কথা বলা হয়েছে।
২০০৮ সালে টুইটারে অ্যাকাউন্টটি খুলেছিল মাইক্রোসফট। উইন্ডোজ লাইভ মেসেঞ্জারের খবর ও আপডেট দেওয়ার জন্যই এই অ্যাকাউন্টটি খোলা হযয়েছিল। এখন পর্যন্ত এই অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে মাত্র ১২৭টি। ১৫ বছর ধরে চালানোর পর উইন্ডোজ লাইভ মেসেঞ্জার (এমএসএন) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।
বর্তমানে মেসেঞ্জার টুইটার অ্যাকাউন্টটির অনুসারী সংখ্যা প্রায় ৩০ হাজার। ৩১ অক্টোবর চীন থেকে এই সেবা বন্ধের মাধ্যমে ইনস্ট্যান্ট মেসেজ চ্যাট টুল ‘উইন্ডোজ লাইভ মেসেঞ্জার’-এর (এমএসএন) বিদায়ঘণ্টা বেজে যাবে। গত বছর এমএসএন মেসেঞ্জারের পরিবর্তে ব্যবহারকারীদের স্কাইপ ব্যবহারের পরামর্শ দিয়েছিল মাইক্রোসফট। ২০১৩ সাল থেকেই বিশ্বব্যাপী এমএসএন মেসেঞ্জারের অধিকাংশ ব্যবহারকারী বিকল্প হিসেবে স্কাইপ ব্যবহার করছেন। ১৯৯৯ সালে এমএসএন মেসেঞ্জার নামে ইনস্ট্যান্ট মেসেজ চ্যাট টুলটি চালু করেছিল মাইক্রোসফট।-রয়টার্স
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান