ডেস্ক : ধর্মনিরপেক্ষ ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও জোরপূর্বক ধর্মান্তকরণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।
এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা-সংক্রান্ত একটি বার্ষিক প্রতিবেদনে।
আমেরিকায় ২০১৫ সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা-সংক্রান্ত একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, ধর্মনিরপেক্ষ ভারতেও গত বছর ধর্মের নামে একাধিক খুন, দাঙ্গা, জোর করে ধর্মান্তরের মতো ঘটনা ঘটেছে। যা খুবই উদ্বেগজনক। মঙ্গলবার ওই প্রতিবেদনটি প্রকাশ্যে আনে মার্কিন প্রশাসন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের হাতে আক্রান্ত হয়েছে সংখ্যালঘুরা (মুসলিম)। এই প্রথম নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের অধীনে ভারতের ধর্মীয় পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশিত হলো।
আরো জানানো হয়েছে, বহু ক্ষেত্রেই জোর করে ধর্মান্তর করানো হয়েছে। এমনকি নিশ্চুপ ছিল পুলিশ প্রশাসনও। শুধু ভারত নয়, প্রতিবেশী দেশ পাকিস্তানেও ধর্মীয় স্বাধীনতা অনেকাংশে খর্ব হয়েছে বলে রিপোর্টে প্রকাশিত হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান