ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং গণফোরাম সভাপতি ড.কামাল হোসেনকে ২০ দলীয় জোটে অন্তভূক্ত করা হলে জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
বুধবার দুপুরে রাজধানীর রিপোটার্স ইউনিটির সাগর- রুনী মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাবাদ বিরোধী কনভেনশনে সংগঠনটির সভাপতি এ ঘোষণা দেন।
ডা. ইরান বলেন, ‘যে কাদের সিদ্দিকী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তিনি সহ্য করবেন না তাকে এবং দেশ বিরোধী কোনো তাবেদার শক্তিকে ২০ দলীয় জোটে অন্তর্ভূক্ত করা হলে সেই জোটে থাকবেন না বাংলাদেশ লেবার পার্টির।’
এ সময় তিনি বলেন, জঙ্গিবাদ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। তাদের ঘরেই জন্ম হয়েছে আইএস এবং জঙ্গিবাদ, তাই তাদের পতন ছাড়া এগুলো নির্মূল করা সম্ভব নয়।
এর আগে কনভেনশনে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান বলেন, জামায়াতকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করে সরকার জাতীয় ঐক্য সৃষ্টিতে বাঁধা সৃষ্টি করছে।
কনভেনশনে আরো বক্তব্য রাখেন- এলডিপির যুগ্ম- মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মাহাদী, যুগ্ম মহাসচিব এ্যাড. হাবিবা রহমান প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান