ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের একটি মা ও শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড কমপক্ষে ১১ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানায়।
বিবৃতিতে বলা হয়, অগ্নিকাণ্ডে হাসপাতালে চিকিৎসাধীন ১১ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তৎক্ষণাৎ কিছু জানা যায়নি।
তবে পৃথক এক খবরে জানা যায়, অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ২০ নবজাতকের মৃত্যু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক সূত্র সিনহুয়াকে জানায়, পশ্চিম বাগদাদে ইয়ারমুক হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডে বুধবার ভোরে আগুন লাগে। আগুন লাগার পর ধোঁয়ায় গোটা ওয়ার্ড আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ার কারণেই শিশুরা মূলত দমবন্ধ হয়ে মারা গেছে।
অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিক খবরে জানা গেছে, বৈদ্যুতিক কারণে আগুন লাগতে পারে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান