ডেস্ক : ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি ম্যাচে দলের জয়ে বড় ভুমিকা রেখেছেন সাকিব আল হাসান। দলকে ফাইনালে তোলা ও শিরোপা জেতানোর নায়ক সাকিব আল হাসান।
সেমি-ফাইনালে এক ওভারে ৩টি উইকেট শিকার করে শাহরুখ খানের দলকে হারিয়ে জ্যামাইকাকে ফাইনালে তোলেন সাকিব। সিপিএলে এত ভালো খেলার পরেও ওয়েস্ট ইন্ডিজে অবমূল্যানের শিকার হলেন সাকিব আল হাসান!
২০১৬ আইপিএলে শিরোপা জেতে হায়দারাবাদ। আর আইপিএলের সেরা একাদশে ছিলেন মুস্তাফিজ। একই বছর সিপিএলে শিরোপা জেতে জ্যামাইকা। কিন্তু টুর্ণামেন্টের সেরা একাদশে রাখা হয়নি সাকিবকে।
এ টুর্ণামেন্টে সাকিব ১২ টি উইকেট পেয়েছেন। রান করেছেন ১৬০।
মুস্তাফিজের মত শিরোপা জয়ের শেষটা হলো না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। দেখে নিতে পারেন এবারে সিপিএলের সেরা একাদশ-
১. জনসন চার্লস ২. ক্রিস গেইল ৩. ক্রিস লিন ৪. কলিন মুনরো ৫. শেন ওয়াটসন ৬. আন্দ্রে রাসেল ৭. নিকোলাস পরান (উইকেটরক্ষক) ৮. ডুয়াইন ব্রাভো ৯. সোহেল তানভির ১০. কেসরিক উইলিয়ামস ১১. সুনীল নারিন
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান