ডেস্ক : বিএনপির সদ্য ঘোষিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজি সালিমুল হক কামাল পদত্যাগ করেছেন।
বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সালিমুল হকের রাজনৈতিক এপিএস আবুল কালাম আজাদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। মাগুরা প্রেস ক্লাবে পৌনে ১২টার দিকে তার পদত্যাগ পত্রটি সাংবাদিকদের নিকট পৌঁছে দেন।
আবুল কালাম আজাদ বলেন, স্যার (সলিমুল হক) বিএনপির কমিটি নিয়ে খুবই ক্ষুব্ধ হয়েছেন। একইসঙ্গে ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত নেতাদের দিয়ে মাগুরা জেলা বিএনপি কমিটি করায় তিনি দল থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্রে কাজি কামাল অভিযোগ করে বলেন, ‘দলের স্থায়ী কমিটিতে কিছু বির্তকিত লোকদের সদস্য করা হয়েছে যাদের নেতৃত্বে বিএনপি করা সম্ভব নয়।’
লিখিত পদত্যাগপত্রে আরো উল্লেখ করেন, ‘ত্যাগী নেতাদের বাদ দিয়ে ১/১১ সময়ে যার ভূমিকা ছিল প্রশ্নবোধক সেই নিতাই রায় চৌধুরীকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং মাগুরা জেলা বিএনপির আহবায়ক নির্বাচিত করায় করায় দলের মধ্যে কোন্দল সৃষ্টি হয়েছে। বিগত ইউপি নির্বাচনে ত্যাগী নেতাদের বাদ দিয়ে নিজ ঘরানার প্রার্থী দেয়ায় বিএনপির চরম ভরাডুবি হয়েছে।’