খুলনা প্রতিনিধি : খুলনার সুন্দরবন সংলগ্ন পাইকগাছার গড়ইখালীর শিবসা নদীর তীরবর্তী থেকে কোস্টগার্ডের পরিচয়ে জেলেদের নৌকা ও বাড়ী থেকে মাছ ধরা জাল-দড়ি নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরকারের নিষেধাজ্ঞায় সুন্দরবনের নদ-নদীতে দীর্ঘদিন ধরে মাছ ধরা নিষেধাজ্ঞার ফলে এক দিকে সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করছে, অন্যদিকে কোস্টগার্ডের অভিযানের নামে এমন কর্মকান্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
স্থানীয় জেলে পরিবার গুলোর অভিযোগ, কোস্টগার্ডের সোর্স পরিচয়ধারী ব্যক্তিরা এলাকায় নিরব চাঁদাবাজীর ফলে সুন্দরবনের উপর নির্ভরশীল ব্যক্তিরা দিশেহারা হয়ে পড়েছে।
সরেজমিনে উপজেলার গড়ইখালী ইউপির সুন্দরবন কোলঘেষা শিবসা নদীর ভাঙ্গন কবলিত কুমখালীতে গেলে ওয়াপদার রাস্তার পাশে বসবাসরত হতদরিদ্র লুৎফর রহমান সানার ছেলে মৎস্যজীবী আজমুল সানা বলেন, গত ২ মাস ধরে নদীতে মাছ ধরা বন্ধের ফলে তার ৫০ হাজার টাকা মূল্যের একটি বেন্টি জাল বাড়ীতে জায়গানা থাকায় রাস্তার উপর রাখা হয়। তিনি অভিযোগ করেন, গত রোববার রাত ১টার দিকে ট্রলারযোগে কোস্টগার্ডের লোকজন এ জালটি নিয়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে এগিয়ে আসে এবং ঐ পরিবারের গৃহবধু সালেহা বেগম কোস্টগার্ডের সদস্যদের অনুনয়-বিনয় করে জালটি ফিরিয়ে দেয়ার জন্য পা জড়িয়ে ধরলেও কোনো কাজ হয়নি।
সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে এলাকার শতশত ভূক্তভোগী নারী-পুরুষ জড়ো হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং কোস্টগার্ড ও তার সোর্সধারীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।
স্থানীয় নারী-পুরুষা জানান, গত এক মাসে নৌকা ও বাড়ী থেকে কয়েকটি জাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, কোস্টগার্ডের পরিচয় দিয়ে হালিম শিকারী নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় জেলে পরিবার, রেনু পোনা, মৎস্য ব্যবসায়ী, ডিপো মালিকসহ স’মিল মালিকদের কাছ থেকে মাসিক মাসোয়ারা নিয়ে আসছে।
স্থানীয় ইউপি সদস্য শাহবুদ্দীন গাইন বলেন, নদীতে যেহেতু মাছ ধরা বন্ধ, সেহেতু বাড়ী ও রাস্তার উপর থেকে জেলেদের জাল-দড়ি নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি আরো বলেন, কোস্টগার্ডের পরিচয়ধারী স্থানীয় হালিম শিকারী এলাকায় দিনকে রাত ও রাতকে দিন বানাচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকরা কতিত কোস্টগার্ডের সোর্স হালিমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, টাকা নেয়ার ঘটনা কেউ প্রমাণ দিতে পারবেন না।
এ প্রসঙ্গে মংলাজোনের (নলিয়ান) কোস্টগার্ডের পেটি অফিসার শেখ জাহিদুল ইসলাম জাল নেয়ার ঘটনা স্বীকার করে বলেন, নদীর তীর আমাদের আয়ত্বে থাকায় এ
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান