আসাদুজ্জামান বাবুল: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনার প্রয়োজন নেই। তবে বিচারকদের অপসারণের বিষয় যখন আইন করা হবে, তার আগে আইনজীবী, বিশেষজ্ঞ ও সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘আইনগত সহায়তার ক্ষেত্রে সরকারি ও এনজিওর উদ্যোগের অংশীদারত্বের মাধ্যমে ন্যায় বিচারপ্রাপ্তি’ শীর্ষক এক জাতীয় সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
কমিউনিটি লিগ্যাল সার্ভিস এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এ এস এস এম জহিরুল হক, কমিউনিটি লিগ্যাল সার্ভিসের টিম লিডার হেক্টর ডিয়াজ সোলিমান, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, ডিএফআইডি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার ও গভর্ন্যান্স টিম লিডার রিচার্ড বাটার ওয়ার্থ বক্তব্য রাখেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান