ডেস্ক : ভোর হওয়ার আগেই বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছে চট্টগ্রামের মানুষের। ঘুম ভাঙলেও অনেকে বিছানা না ছেড়েই উপভোগ করেছেন বৃষ্টির ঝিরিঝিরি শব্দ। তবে বাইরের টানে যারা বেরিয়েছেন সবাইকেই চলাফেরা করতে হচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে।
বুধবার ভোর থেকে শুরু হওয়া ঝিরিঝিরি বৃষ্টি যেন থামছেই না। চলাফেরায় একটু অসুবিধা হলেও চট্টগ্রামের মানুষের মনে এ বৃষ্টি এনে দিয়েছে প্রশান্তির ছোঁয়া। প্রশান্তি এ কারণেই ঘোর বর্ষায়ও মঙ্গলবার পর্যন্ত রোদের খড়তাপে দগ্ধ হয়েছিল মানুষ। যদিও কদিন ধরে চট্টগ্রামের আকাশে ছিল মেঘের লুকোচুরি খেলা।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসাব মতে, বুধবার ভোর থেকে চট্টগ্রামে এ পর্যন্ত ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২ থেকে ১৬ কিলোমিটার।
আবহাওয়া অফিসের ইনচার্জ আতিকুর রহমান জানান, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্যেই বৃষ্টিপাত শুরু হয় চট্টগ্রামে। সাগরে সৃষ্ট ওই লঘুচাপের কারণে চট্টগ্রাম বন্দরে তিন নম্বর সর্তকতা সংকেতও রয়েছে। লঘুচাপটি সরে না যাওয়া পর্যন্ত নগরীতে বৃষ্টিপাত হতে থাকবে।
তিনি বলেন, সাগরের বায়ুচাপ হলেও শ্রাবণ ধারায় ধুয়ে গেছে নগরীর পথঘাট। সকাল থেকে বর্ষার চিরাচরিত রূপে ঝরছে বৃষ্টি। গত কয়েকদিনে ত্বক পোড়ানো রোদ যেমন ছিল, তেমনি বৃষ্টির ঠা-া হাওয়ায় মন উতলাও হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝিরিঝিরি বৃষ্টিতে কর্মজীবী মানুষের চলাফেরায় একটু অসুবিধা হলেও নগরীর কোথাও তেমন জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। পানি জমেনি রাস্তায়ও। ফলে তেমন দুর্ভোগ নেই জনজীবনে। সড়কে নেই দীর্ঘ যানজটও। যানবাহন চলাচল ছিল নিত্যদিনের মতো স্বাভাবিক।
মহানগরীর দুই নম্বর গেটের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে খুব গরম পড়ছিল। সকালে ঘুম ভাঙতেই দেখি বৃষ্টি। ঠান্ডা আবহাওয়াও ছিল। ফলে শরীরটা শীতল হয়ে গেছে। তাতে খুব ভাল লাগছে।
তবে এই বৃষ্টি আঘাত হেনেছে শ্রমজীবী মানুষের কাজে। নগরীর কোতেয়ারী থানার নিউমোর্কেট এলাকার রিকশা চালান বাহার মিয়া বিরক্তি প্রকাশ করে বলেন, একবারে ভারী বৃষ্টি হয়ে গেলেই ভালো হতো। টানা বৃষ্টির কারণে মানুষ বাইরে কম আসায় ভাড়াও কম হচ্ছে। তাছাড়া রিকশা চালাতেও অসুবিধা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান