ডেস্ক : রাজশাহী মহানগরীর মতিহার থানার কাপাশিয়া এলাকায় দুই বিকাশ কর্মীকে গুলি করে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টার দিকে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন রবিউল ইসলাম ও মোমিনুল ইসলাম পলাশ।
তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রবিউলের অবস্থা আশঙ্কাজনক। তার পেটে ও পিঠে ৫টি গুলি বিদ্ধ হয়েছে।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, বুধবার বেলা ১২টার দিকে ওমর এন্টার প্রাইজের দুই বিকাশ কর্মী টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বানেশ্বরের আইএফআইসি ব্যাংকে যাচ্ছিলেন। পথে কাপাশিয়ার বাংলা ট্র্যাকের সামনে ছিনতাইকারীরা তাদের মোটরসাইকেলে ধাওয়া করে পেছন থেকে গুলি করে। মোটরসাইকেলের পেছনে থাকা রবিউল পড়ে যান। এরপর চালক পলাশের পায়ে গুলি করা হয়। তারা দুজন মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা রবিউলের কাছে থাকা ১২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাদের দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুর পৌনে ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রবিউলের অস্ত্রোপচার চলছিল।