রিও অলিম্পিকের টেনিস যেন তারকাদের বিদায়ের মঞ্চে পরিণত হয়েছে। পুরুষ এককের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ বিদায় নিয়েছে প্রথম রাউন্ডেই। এবার মেয়েদের এককের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস বিদায় নিলেন তৃতীয় রাউন্ড থেকেই।
বিশ্ব র্যাংঙ্কিংয়ে ২০ নম্বরে থাকা এলিনার বিপক্ষে যেন দাঁড়াতেই পারলেন না র্যাংঙ্কিংয়ের এক নম্বর এই তারকা। সরাসরি ৬-৪, ৬-৩ গেমে হেরে যান ২০১২ লন্ডন অলিম্পিকে সোনাজয়ী মার্কিন এই তারকা। সেরেনার বিপক্ষে এবারই প্রথম জিতলেন এলিনা সভিতোলিনা। আগে চারবার মুখোমুখি হয়ে প্রতিবারই পরাজিত হয়েছিলেন ২১ বছর বয়সি এই টেনিস খেলোয়াড়।
এদিকে হারের পর সেরেনা বলেন, `আজ সেরা খেলোয়াড়ই জিতেছে। আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে কাজ করতে পারেনি। তবে আমি জানি পরেরবার সত্যিই ভালো খেলা হবে। আর রিওতে আসতে পারাটাও আমার অন্যতম লক্ষ্য ছিল।`
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান