গাজীপুর কালিয়াকৈর থেকে দেড় বছর বয়সী শিশু সাকিবকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।
সোমবার বেলা ২টার দিকে শিশু সাকিবকে উদ্ধার করা হয়।
আটক দুই অপহরণকারী হলেন রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপুর এলাকার দুলু মহলদারের মেয়ে কেয়া (১৮) ও রাজশাহী মহানগরীর বুধপাড়া পশ্চিমপাড়ার হারেছ আলীর ছেলে আমিনুল ইসলাম (২৮)।
র্যাব-৫ রাজশাহী অফিসে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অপহৃত সাকিবের বাবা মজিবুর রহমান ঝুট ব্যবসায়ী। এক মাস আগে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ওই এলাকায় আগে থেকেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন রাজশাহী মহানগরীর মতিহার থানার হারেছ আলীর ছেলে সাইফুল ইসলাম বুলবুল ও কথিত স্ত্রী কেয়া। তারা ঝুট ব্যবসায়ী মজিবুর রহমানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন।
রোববার বেলা ১টায় বুলবুল সাকিবের বাড়িতে উপস্থিত হন। এ সময় বুলবুল সাকিবের মাকে বলেন, সাকিবকে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বুলবুলের কাছে সাকিবকে দিয়ে মা ভেতরে যান। কিছুক্ষণ পর বাইরে এসে সাকিবকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন তিনি।
বিকেল ৪টায় বুলবুল ফোন দিয়ে জানান, সাকিব তাদের কাছে আছে। পরদিন সোমবার সকালে সাকিবের বাবা মজিবুর রহমানের কাছে ফোন দিয়ে বুলবুল ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। না দিলে সাকিবকে মেরে ফেলার হুমকি দেন।
এ ঘটনায় সাকিবের বাবা কালিয়াকৈর থানায় অপহরণের মামলা দায়ের করেন। সেই সঙ্গে র্যাব-১ উত্তরায় লিখিত অভিযোগ দেন।
অনুসন্ধানে র্যাব জানতে পারে অপহরণকারীরা শিশু সাকিবকে নিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অবস্থান করছে। এরপরই র্যাব-৫ রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। সেই সঙ্গে অপহরণকারী কেয়া ও সাইফুল ইসলাম বুলবুলের ভাই আমিনুল ইসলামকে আটক করে।