চুয়াডাঙ্গায় কোবরা সাপের বিষসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। ক্রেতা সেজে বিষের দর-দামের সময় নীলমণিগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত বিষের মূল্য ১২ কোটি টাকা বলে বিজিবি জানায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহেল মিয়া হার্ডওয়্যার ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে সাপের বিষ পাচার করে আসছিলেন। আটক সোহল মিয়া পার্শ্ববর্তী বোয়ালমারী গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার পিটিআই মোড় সংলগ্ন নীলমণিগঞ্জ বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী সোহেল মিয়ার দোকানে ছিল কৌটাভর্তি কোবরা সাপের বিষ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বিজিবির সোর্স বিষ কিনতে যায় সোহেলের দোকানে। এসময় বিষের কৌটা বের করলে বিজিবির সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ বলেন, জব্দকৃত সাপের বিষের মূল্য ১২ কোটি টাকার বেশি। আটক সোহেলসহ জব্দকৃত বিষ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান