জমি সংক্রান্ত বিরোধের জেরে বরগুনায় শিরিন আক্তার (১৭) নামে এক বাক-প্রতিবন্ধী কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নলটোনা ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ জানান, শিরিনের বাবার মৃত্যু পর থেকেই নিকটাত্মীয়দের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে শিরিনের মা সালেহা বেগমের সঙ্গে প্রতিপক্ষ আবদুস সত্তার মাস্টার, কাওসার ও সিদ্দিকের সঙ্গে ঝগড়া হয়। এ বিষয়ে সালেহা বেগম ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়ে দুপুরে বাড়ি ফিরলে আবারো ঝগড়া হয় তাদের মধ্যে। এক পর্যায়ে দেশিয় অস্ত্র নিয়ে মারামারি শুরু হয়। এসময় দায়ের কোপে ঘটনাস্থলেই শিরিন মারা যায়।
অপরদিকে প্রতিপক্ষ সত্তার মাস্টার, কাওসার ও সিদ্দিকের দাবি, সালেহা নিজে মেয়েকে হত্যা করে তাদের ফাঁসানোর চেষ্টা করছে।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন জানান, শিরিন আক্তারের প্রকৃত খুনিকে শনাক্তের চেষ্টা চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান