ফারুক আহমেদ সুজন : যানবাহনের নিবন্ধন, মালিকানা হস্তান্তর, এনডোর্সমেন্ট, নম্বর প্লেট দেওয়া ও ড্রাইভিং লাইসেন্স নবায়নসহ যাবতীয় কাজের কর ও ফি আদায়ে অনলাইন ব্যবস্থায় যাচ্ছে সরকার। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এসব সেবা নিশ্চিত করা হবে।
এ জন্য একটি ‘কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম’কে নিয়োগ দেওয়া হবে। এ প্রতিষ্ঠানটি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পাঁচ বছর মেয়াদে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষে গাড়ির কর ও ফি আদায় করবে। তবে প্রতিষ্ঠানটি নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ নিতে পারবে না।
গত জুলাই মাসে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ১৩৬ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে এই ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ১৩৬ কোটি ৭৪ লাখ ৮২ হাজার টাকায় কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম পাঁচ বছরের জন্য বিআরটিএ’র বিভিন্ন সেবা ক্রয়ের কাজটি পেয়েছে।
“বিভিন্ন সেবা ক্রয়ের যে দর নির্ধারণ করা আছে সে অনুযায়ী প্রতিষ্ঠানটি টাকা নেবে, নির্ধারিত দরের বেশি নিতে পারবে না।”
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক বলেন, ক্রয় কমিটিতে প্রস্তাবটি অনুমোদনের ফলে বিআরটিএ যত ধরনের সেবা দিয়ে থাকে তার সবগুলোই এর (অনলাইন) অন্তর্ভুক্ত হবে।
মোস্তাফিজুর জানান, প্রস্তাবটি অনুমোদনের ফলে যানবাহনের মালিকানা বদলি, রেজিস্ট্রেশন, নম্বর প্লেট, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেট সার্টিফিকেট, রুট পারমিটসহ বিভিন্ন ফি অনলাইন ব্যাংকিংকের মাধ্যমে পরিশোধের সুযোগ পাওয়া যাবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান