ফারুক আহমেদ সুজন : দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় চলছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ'র কার্যালয়ের কার্যক্রম। দুর্নীতি, অনিয়ম, আর দালালদের আখড়ায় পরিণত হয়েছে এটি।
প্রতিদিন এখানে হাজারো মানুষ সেবা নিতে আসেন। সাধারণ মানুষের অভিযোগ, টাকা ছাড়া ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, কাগজপত্র হালনাগাদ করাসহ কোনো কাজই হয় না সেখানে।
সেবা নিতে আসা গ্রাহকদের প্রতিটি মোটর সাইকেলের লাইসেন্স বাবদ ১৫ শ' থেকে ২৩ শ', ড্রাইভিং লাইসেন্স বাবদ ৩ শ থেকে ৫ শ', কাগজপত্র যাচাই-বাছাই বাবদ ৫ শ' টাকা অতিরিক্ত দিতে হয় বলেও জানান ভোক্তারা।
দালালদের যোগসাজসে কর্মকর্তারা নানান অজুহাতে টাকা আদায় করেন বলেও অভিযোগ ভুক্তভুগীদের।
তবে, বিআরটিএ কর্তৃপক্ষের দাবি, সেখানে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।
শুধু দালালই নয়, এখানের দায়িত্বেপ্রাপ্তদের বিরুদ্ধেও প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। তবে, যেসব কর্মকর্তার বিরুদ্ধে এসব অভিযোগ, তারা বিষয়টি অস্বীকার করেছেন।
তারা জানান, খুশি হয়ে লোকজন কিছু টাকা দিলে তারা শুধু তা-ই গ্রহণ করেন।
এসব বিষয়ে বিআরটিএ ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নজরুর ইসলাম বলেন, অতিরিক্ত টাকা নেয়ার কোনো সুযোগ নেই। দালাল নির্মূলে তারা কঠোর অবস্থানে রয়েছেন।
তবে এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসক কিছু বলতে রাজি হননি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান