ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে জানায়, সুপ্রিমকোর্ট বারের ৭ হাজার সদস্যের জন্য পর্যাপ্ত স্থান (চেম্বার) না থাকায় তারা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। যে কারণে আইনজীবীরা তাদের দায়িত্ব পালন করতে পারছে না। রাষ্ট্রপতি বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগতিার আশ্বাস দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
রোববার (৭ আগস্ট) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যান। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী।
তিনি সাংবাদিকদের বলেন, ‘সাক্ষাতের সময় প্রতিনিধি দল সুপ্রিম কোর্ট (বার) আইনজীবী সমিতির বিভিন্ন কার্যক্রমের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন। পরে আইনজীবীদের কথা শুনে রাষ্ট্রপতি তাদের সহযোগিতার আশ্বাস দেন।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান