জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ফিজিক্যালি চ্যালেন্সড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) উপদেষ্টা বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক এ এ মামুন অভিযোগ করেছেন, প্রতিবন্ধী সেজে অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।
তিনি বলেছেন, ‘আমাদের ক্যাম্পাসে প্রতিবন্ধী সেজে অনেককে ভর্তি হতে দেখা যাচ্ছে। যে কারণে যারা প্রকৃত প্রতিবন্ধীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’
প্রতিবন্ধীদের সংখ্যা নিরুপণ করে তদন্তসাপেক্ষে তাদেরকে ভর্তি হওয়ার সুযোগ দেয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন এই শিক্ষক।
পিডিএফের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের তিন মাসের কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক এ এ মামুন ওইসব অভিযোগ করেন।
শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ প্রশিক্ষণ-পর্বের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আবুল খায়ের।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক মোকাম্মেল হোসেন ভূঁইয়া, পিডিএফ’র কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান কিরণ, পিডিএফ’র জাবি শাখা সভাপতি কাউসার হামিদ প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান