বাংলার খবর২৪.কম: একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে ১৩সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় সূবচন নাট্য সংসদ এর ‘রূপবতী নাটকের ৫০তম প্রদর্শনী। প্রয়াত নাট্যজন খালেদ খান নির্দেশিত সর্বশেষ নাটক ‘রূপবতী’। দর্শক নন্দিত এ নাটকটি সুবচন নাট্য সংসদের ২৯তম প্রযোজনা।
২০০৬ সালে নাটকটি মঞ্চে আসে। এরই মধ্যে নাটকটি দেশের বিভিন্ন জেলা ও ভারতের বিভিন্ন রাজ্যে প্রদর্শিত হয়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়। নাটকটির নাম ভূমিকায় রূপবতী চরিত্রে অভিনয় করেছেন সোনিয়া হাসান।
এদিকে নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সোহেল খান, আনসার আলী, সাইফুল ইমাম, আসাদুল ইসলাম, নাহিদা আক্তার, মনিরুল হোসেন শিপন, তানভীর আহম্মেদ ভূঁইয়া, আসমা কাদের মলি, নাজু, রনি আলম, সবুজ, আলামিন, পুলক, নাঈম, মারুফ, ফারজানা, আসাদ দেওয়ান প্রমুখ।
তবে নাটকটির নাম ভূমিকায় রূপবতী চরিত্রে অভিনয় করেছেন সোনিয়া হাসান।
নাটকে- যেনবা তিনশ’ বছর পর কবর ফুঁড়ে বেরিয়ে আসে এক বৃদ্ধ বংশীবাদক। আলখাল¬ায় মোড়ানো অবয়ব নিয়ে ধুঁকে ধুঁকে পথ হাঁটে সে। হঠাৎ চেতনা হয়। ভূমন্ডল ফাটিয়ে চিৎকার করে- কে হত্যাকারী ? তার স্ত্রী রূপবতী ছিল কোকিলকন্ঠী, কিন্তু সমস্যা ছিল তার পেটের ক্ষুধা। স্বামী স্ত্রীর প্রেমের মধ্যে এই ক্ষুধাটাই দাঁড়ায় মস্ত এক অন্ধকার হয়ে। সারাদিন বাঁশি বাজিয়ে তরুণ বংশীবাদক যা উপার্জন করে নিয়ে আসে, অভাব পূরণ হয় না। মাঝখানে আসে যাদুকর। সে রূপবতীকে ক্ষুধা ভোলানোর যাদু শেখাতে চায়। একদিন বংশীবাদক দেখে ঘরের কোনায় কালো বাক্স আর মহুয়ার আকুল ঘ্রান। রূপবতী নেশালু কন্ঠে হাসতে হাসতে স্বামীকে বলে ক্ষুধাকে আমি বাক্স বন্দি করার যাদু শিখেছি। রূপবতী একদিন খুন হয়। ওই সবই মনে করতে বৃদ্ধ বংশীবাদক তার অচিন গ্রাম তোলপাড় করে স্ত্রীর হত্যাকারীকে খুঁজতে খুঁজতে এক বিপন্ন অন্ধকারের সামনে দাঁড়ায়। মুক্তি মেলে বা অথবা মেলে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান