বাংলার খবর২৪.কম,ঢাকা: আগামী শনিবার চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হবে । বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ দিন বেলা ১১টায় এ মুদ্রানীতি ঘোষণা করবেন। বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ মুদ্রানীতি ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গভর্নর অন্যান্য বছরের মতো এবারও অর্থনীতিবিদ, ব্যাংকার, সাবেক গভর্নর, সাবেক মন্ত্রী, সাংবাদিক, কলামিস্ট, সাবেক অর্থ উপদেষ্টা, সাবেক সচিবসহ মুদ্রানীতি-সংশ্লিষ্ট সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মতামত, পরামর্শ এবং তাঁদের সঙ্গে আলোচনা করে এই মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান