অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

কুড়িগ্রামে ভয়াবহ বন্যা : পানিবন্দী সাড়ে ৪ লাখ মানুষ

কুড়িগ্রামে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। টানা ৮ দিন নদ-নদীগুলোতে পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে মহাসড়ক। স্রোতের টানে ভেঙে পড়েছে রাস্তা-ঘাট, শিক্ষা-প্রতিষ্ঠানসহ বাড়িঘর।

সোমবার বিকেল পর্যন্ত ধরলা নদীর পানি বিপদসীমার ১ মিটার ও ব্রহ্মপুত্রের পানি ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সরকারি হিসেবে ৯ উপজেলার ৫৩টি ইউনিয়নে ৪ লাখ ২৯ হাজার ৪৮৫ জন মানুষ পানিবন্দী রয়েছে। পানিতে ডুবে মারা গেছে এক শিশু।

কুড়িগ্রাম সদরের কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কের ৫ জায়গায় পানি ওঠায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে একমাত্র যাতায়াতের সড়কটি স্রোতের টানে ছিঁড়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গরু বিকিকিনির হাট বলে খ্যাত যাত্রাপুর-কুড়িগ্রাম সড়কের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

এছাড়াও ২০০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬৮ কিলোমিটার পথ। হুমকির মুখে পড়েছে চিলমারী শহর রক্ষা বাঁধ। এছাড়াও বন্যায় জলমগ্ন হয়েছে প্রায় ৫ হাজার ১৮৩ হেক্টর ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৪০ জন কৃষক।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান জানান, গত ২৪ ঘণ্টায়  ব্রহ্মপুত্রে ৮, ধরলায় ২৫, তিস্তায় ৫ ও দুধকুমার নদীতে ১৬ সেন্টিমিটার পানি বেড়েছে। ফলে সোমবার ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৭৪ সে.মি ও ধরলার  পানি সেতু পয়েন্টে ১ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যাত্রাপুর বাজারের কাছে বাঁধের ১৫০মিটার ভেঙে যাওয়ায় পানির তোড়ে ১৫টি বাড়ি ভেসে গেছে। চর যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন ভাঙনের মুখে।

কুড়িগ্রাম ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মোত্তালিব মোল্লা জানান, বন্যায় পানিতে ডুবে একটি শিশু মারা গেছে। এটি গত এক দশকের মধ্যে ভয়াবহ বন্যা বলে বিভিন্ন তথ্যে প্রতীয়মান হয়।

সরকারি হিসেবে ৫৩টি ইউনিয়নের প্রায় ৫৯৭ গ্রাম প্লাবিত হয়েছে। ৮৯০ বর্গ কিলোমিটার এলাকা এখন বন্যার পানিতে ডুবে আছে। বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার ১ লাখ ১০ হাজার ৪৭৬টি। এ হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। যোগাযোগের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭২ কিলোমিটার। এর মধ্যে পাকা রাস্তা ৪৬ কিলোমিটার এবং কাঁচা রাস্তা ৪০৭ কিলোমিটার। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৮টি। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ কিলোমিটার এবং ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বন্যায় ৫ হাজার ১৮৩ হেক্টর ফসল জলমগ্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৪০ জন কৃষক। এর মধ্যে শাকসবজি ৬০১ হেক্টর, বীজতলা ১ হাজার ৭০০ হেক্টর, রোপা আমন ১ হাজার ৬৯৪ হেক্টর, আউশ ৫৮১ হেক্টর ও পাট ৬০৬ হেক্টর।

কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের চন্ডিযান, কুমরপুর ও আরডিআরএস এলাকার ৫ স্থান দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। ফলে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

এদিকে, বন্যার পানিতে ডুবে যাওয়ায় কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কে দু’দিন ধরে গরু ও পণ্যবাহী ট্রাকসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রবল স্রোতের টানে ভেসে গেছে অন্তত অর্ধশত ঘর-বাড়ি। রাস্তা, গুচ্ছগ্রাম ও বাঁধে আশ্রিতদের সংখ্যা বাড়ছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও পয়ঃনিস্কাশন সংকটের  পাশাপাশি বেড়েছে পশু খাদ্যের সংকট।

সিভিল সার্জন ডা. জয়নাল আবেদীন জিল্লুর দাবি করেছেন, বন্যা দুর্গত এলাকায় ৮৫টি মেডিকেল টিম কাজ করছে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত রয়েছে।

কুড়িগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ জানান, এ পর্যন্ত ৮ লাখ ৭৫ হাজার টাকা ও ১৯২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে সোমবার ২০৮ টন চাল ও ১ এক হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়। নতুন করে ৫০০ মেট্রিক টন চাল ও ১৫ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

কুড়িগ্রামে ভয়াবহ বন্যা : পানিবন্দী সাড়ে ৪ লাখ মানুষ

আপডেট টাইম : ০৪:২৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬

কুড়িগ্রামে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। টানা ৮ দিন নদ-নদীগুলোতে পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে মহাসড়ক। স্রোতের টানে ভেঙে পড়েছে রাস্তা-ঘাট, শিক্ষা-প্রতিষ্ঠানসহ বাড়িঘর।

সোমবার বিকেল পর্যন্ত ধরলা নদীর পানি বিপদসীমার ১ মিটার ও ব্রহ্মপুত্রের পানি ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সরকারি হিসেবে ৯ উপজেলার ৫৩টি ইউনিয়নে ৪ লাখ ২৯ হাজার ৪৮৫ জন মানুষ পানিবন্দী রয়েছে। পানিতে ডুবে মারা গেছে এক শিশু।

কুড়িগ্রাম সদরের কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কের ৫ জায়গায় পানি ওঠায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে একমাত্র যাতায়াতের সড়কটি স্রোতের টানে ছিঁড়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গরু বিকিকিনির হাট বলে খ্যাত যাত্রাপুর-কুড়িগ্রাম সড়কের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

এছাড়াও ২০০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬৮ কিলোমিটার পথ। হুমকির মুখে পড়েছে চিলমারী শহর রক্ষা বাঁধ। এছাড়াও বন্যায় জলমগ্ন হয়েছে প্রায় ৫ হাজার ১৮৩ হেক্টর ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৪০ জন কৃষক।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান জানান, গত ২৪ ঘণ্টায়  ব্রহ্মপুত্রে ৮, ধরলায় ২৫, তিস্তায় ৫ ও দুধকুমার নদীতে ১৬ সেন্টিমিটার পানি বেড়েছে। ফলে সোমবার ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৭৪ সে.মি ও ধরলার  পানি সেতু পয়েন্টে ১ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যাত্রাপুর বাজারের কাছে বাঁধের ১৫০মিটার ভেঙে যাওয়ায় পানির তোড়ে ১৫টি বাড়ি ভেসে গেছে। চর যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন ভাঙনের মুখে।

কুড়িগ্রাম ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মোত্তালিব মোল্লা জানান, বন্যায় পানিতে ডুবে একটি শিশু মারা গেছে। এটি গত এক দশকের মধ্যে ভয়াবহ বন্যা বলে বিভিন্ন তথ্যে প্রতীয়মান হয়।

সরকারি হিসেবে ৫৩টি ইউনিয়নের প্রায় ৫৯৭ গ্রাম প্লাবিত হয়েছে। ৮৯০ বর্গ কিলোমিটার এলাকা এখন বন্যার পানিতে ডুবে আছে। বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার ১ লাখ ১০ হাজার ৪৭৬টি। এ হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। যোগাযোগের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭২ কিলোমিটার। এর মধ্যে পাকা রাস্তা ৪৬ কিলোমিটার এবং কাঁচা রাস্তা ৪০৭ কিলোমিটার। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৮টি। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ কিলোমিটার এবং ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বন্যায় ৫ হাজার ১৮৩ হেক্টর ফসল জলমগ্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৪০ জন কৃষক। এর মধ্যে শাকসবজি ৬০১ হেক্টর, বীজতলা ১ হাজার ৭০০ হেক্টর, রোপা আমন ১ হাজার ৬৯৪ হেক্টর, আউশ ৫৮১ হেক্টর ও পাট ৬০৬ হেক্টর।

কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের চন্ডিযান, কুমরপুর ও আরডিআরএস এলাকার ৫ স্থান দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। ফলে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

এদিকে, বন্যার পানিতে ডুবে যাওয়ায় কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কে দু’দিন ধরে গরু ও পণ্যবাহী ট্রাকসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রবল স্রোতের টানে ভেসে গেছে অন্তত অর্ধশত ঘর-বাড়ি। রাস্তা, গুচ্ছগ্রাম ও বাঁধে আশ্রিতদের সংখ্যা বাড়ছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও পয়ঃনিস্কাশন সংকটের  পাশাপাশি বেড়েছে পশু খাদ্যের সংকট।

সিভিল সার্জন ডা. জয়নাল আবেদীন জিল্লুর দাবি করেছেন, বন্যা দুর্গত এলাকায় ৮৫টি মেডিকেল টিম কাজ করছে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত রয়েছে।

কুড়িগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ জানান, এ পর্যন্ত ৮ লাখ ৭৫ হাজার টাকা ও ১৯২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে সোমবার ২০৮ টন চাল ও ১ এক হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়। নতুন করে ৫০০ মেট্রিক টন চাল ও ১৫ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।