দিনাজপুর জেলার খানসামা উপজেলার শুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আলতাফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সবার সিদ্ধান্তক্রমে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম স্বাক্ষরিত বরখাস্তপত্র থেকে জানা যায়, শুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোছা. আশা মনিকে যৌন নিপীড়নের অভিযোগে মাওলানা আলতাফুর রহমানের বিরুদ্ধে খানসামা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা হয়।
মামলা হওয়ার পর গত ১২ জুলাই থেকে ২ আগস্ট ২০১৬ তারিখ পর্যন্ত তিনি বিদ্যালয়ে অনুপস্থিত। বিদ্যালয়ে না আসায় তাকে পরপর তিনটি কারণ দর্শানো নোটিস দেয়া হয়। কিন্তু কোনো সন্তোষজনক জবাব না দেয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় ম্যানেজিং কমিটি।
এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা দিনাজপুর, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বরখাস্তের অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে আছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান